কলকাতা: কয়লা পাচার-কাণ্ডে ইডি-সিবিআই-এর পাশাপাশি তৎপরতা বাড়াচ্ছে সিআইডি৷ কয়লা পাচারের তথ্য পেতে এবার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল রাজ্য গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে৷
আরও পড়ুন- লক্ষ্মীবারেও আকাশের মুখ গোমড়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
আসানসোল লাগোয়া বিভিন্ন অঞ্চলে কয়লা পাচারের অভিযোগে বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে সিআইডি। তলব করা হয়েছিল বেশকিছু পুলিশ আধিকারিককেও। জানা গিয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করেই কয়লা পাচার-কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই বিজেপি নেতাকে তলব করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, একদা আসানসোল পুরসভার মেয়র ছিলেন জিতেন্দ্র৷ এদিন সংবাদমাধ্যকে জিতেন্দ্র জানান, তিনি সাক্ষী হিসাবে হাজিরা দেওয়ার একটা নোটিশ পেয়েছেন৷ চেষ্টা করবেন হাজির থাকার৷
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার একটি পুরনো কয়লা চুরির মামলায় সাক্ষী হিসেবে বেশ কিছু পুলিশ অফিসারকে ডেকে পাঠানো হয়েছিল৷ তাঁদের জেরায় জিতেন্দ্রর নাম উঠে আসে৷ জানা গিয়েছে, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র ছাড়াও আসানসোল জেলা বিভাগীয় ইনচার্জ বিদ্যাসাগর চক্রবর্তী, আসানসোলের বিজেপি নেতা সুব্রত মিশ্র, বাঁকুড়া জেলার প্রাক্তন বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্রকেও নোটিস পাঠিয়েছে সিআইডি৷ কাউকে কাউকে বুধবার এবং কাউকে বৃহস্পতিবার তলব করা হয়েছে৷
অভিযোগ, মেয়র থাকাকালীন তাঁর নির্দেশেই কয়লা পাচার হত। আসানসোল থেকে কোন রুটে কয়লা পাচার করা হবে সেটা তিনিই ঠিক করে দিতেন৷ এমনকী জিতেন্দ্রর সম্পত্তি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও সিআইডি-র হাতে নথি রয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>