‘ফল ভুগতে হবে’, ভোট আবহে চরম হুঁশিয়ারি জিতেন্দ্রর

‘ফল ভুগতে হবে’, ভোট আবহে চরম হুঁশিয়ারি জিতেন্দ্রর

6501a3fe9954841d210a7dca2116fa51

আসানসোল: সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে আসানসোলে। মূলত বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে কেন্দ্র করে উত্তাপ বেড়েছে সেখানে। আগেই তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন জিতেন্দ্র তিওয়ারি। তাই তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে তারা। এরপর আবার পুলিশ অভিযোগ তুলেছে যে জিতেন্দ্র তেওয়ারি বুথে বুথে সশস্ত্র সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরছেন যা আইন বিরুদ্ধ। সেই কারণেই তাঁকে নোটিশ দেওয়া হয়। এই নোটিশ পাওয়ার পরেই তিনি সেই বাহিনী নিজের থেকে সরিয়ে দেন। সবথেকে বড় ঘটনা তাঁর স্ত্রীকে নিয়ে। তাঁকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে চরম হুঁশিয়ারি দিলেন বিজেপির ‘জিতু’।

আরও পড়ুন- দফায় দফায় উত্তেজনার মধ্যেই চলছে ভোটগ্রহণ, সকাল ১১টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল

পুরভোটের উত্তাপের আবহেই জিতেন্দ্রর হুঁশিয়ারি, ‘মানুষ সব দেখছে, ফল ভুগতে হবে’। পুলিশকে কটাক্ষ করেও তিনি মন্তব্য করেন, সব নিয়ম শুধু বিজেপির জন্য, অন্য কারোর জন্য নিয়ম নেই। এর আগেই তিনি দাবি করেছিলেন যে, বহিরাগতদের এনে এখানে ভোট করাতে চাইছে তৃণমূল। সেই প্রেক্ষিতে তিনি বুথে ঢুকতে যান, তখন তাঁকে পুলিশ বাধা দেয়। আসলে দুপুর হলেই ভোট লুঠ শুরু করবে তৃণমূল, তাই এখন থেকে এলাকা ফাঁকা করার কাজ করছে পুলিশ, এমন মন্তব্য ছিল তাঁর। অন্যদিকে, জিতেন্দ্রর স্ত্রীর দাবি, তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় লোক ঢুকিয়ে ভোট লুঠের চেষ্টা করছে। এখানে সন্ত্রাস করবে, ছাপ্পা মারবে, এই পরিকল্পনা করছে। তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বলেও সরব হয়েছেন তিনি। এছাড়াও জানিয়েছেন, পুলিশ নির্বাক দর্শক হয়ে থাকছে। পুলিশের কাছে অভিযুক্তকে আঙুল উঁচিয়ে চিহ্নিত করার চেষ্টাও করেন তিনি। আবার সকলের সামনে কাঁদতেও দেখা যায় তাঁকে।

ইতিমধ্যে আসানসোল আরও বেশি সরগরম হয়েছে কারণ, মাথা ফেটেছে বিজেপি প্রার্থীর৷ আসানসোল পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি৷ বুথ দখলে বাধা দেওয়ার বিজেপি প্রার্থী আদর্শ শর্মার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ৷ মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়৷ অভিযোগের আঙুল তৃণমূলের দিকে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *