দফায় দফায় উত্তেজনার মধ্যেই চলছে ভোটগ্রহণ, সকাল ১১টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

দফায় দফায় উত্তেজনার মধ্যেই চলছে ভোটগ্রহণ, সকাল ১১টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

e4acd99a627e7a2767c1f4a9992b4683

কলকাতা: করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ কোভিড বিধি মেনে ভোট হচ্ছে রাজ্যের চার পুরনিগমে৷ সকাল থেকেই বুথে বুথে ভোটারের লম্বা লাইন। কড়া নিরাপত্তার ঘেরাটোপে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোলে চলছে ভোটগ্রহণ পর্ব৷ তবে সকাল থেকেই দফায় দফায় উত্তেজনার খবর ছড়িয়েছে৷ উঠে এসেছে ভুয়ো ভোটারের খবর৷ বিশেষত, আসানসোল এবং বিধাননগর নিয়ে উত্তাপ তুঙ্গে। 

আরও পড়ুন- জিতেন্দ্রকে নিয়ে বিতর্ক অব্যাহত, এবার পেলেন পুলিশের নোটিশ

সকাল ১১টা পর্যন্ত ভোটের হার তুলনামুলক ভাবে ভালই। সবচেয়ে বেশি ভোট পড়েছে আসানসোলে৷ সকাল ১১টা পর্যন্ত আসানসোলে ভোট পড়েছে ৩০.৪২ শতাংশ, বিধান নগরে ২৯.৮১ শতাংশ, চন্দননগরে ২৫.৬৯ শতাংশ এবং শিলিগুড়িতে ভোটের হার ২৮.০৭ শতাংশ৷ 

শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। আগামী সোমবার ১৪ ফেব্রুয়ারি ভোটের ফল ঘোষণা। প্রথমে ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগমে ভোট হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল৷ কিন্তু করোনার দাপটে ভোট পিছিয়ে দেন কমিশন৷ শনিবারের ভোটে চার পুরনিগমের জন্য ৯ হাজার বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সাড়ে আট হাজার থাকছে বুথের দায়িত্বে। বাকি ৫০০ বাহিনী থাকছে কুইক রেসপন্স টিম, নাকা চেকিং ইত্যাদির জন্য। প্রতিটি বুথে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *