কলকাতা: করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ কোভিড বিধি মেনে ভোট হচ্ছে রাজ্যের চার পুরনিগমে৷ সকাল থেকেই বুথে বুথে ভোটারের লম্বা লাইন। কড়া নিরাপত্তার ঘেরাটোপে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোলে চলছে ভোটগ্রহণ পর্ব৷ তবে সকাল থেকেই দফায় দফায় উত্তেজনার খবর ছড়িয়েছে৷ উঠে এসেছে ভুয়ো ভোটারের খবর৷ বিশেষত, আসানসোল এবং বিধাননগর নিয়ে উত্তাপ তুঙ্গে।
আরও পড়ুন- জিতেন্দ্রকে নিয়ে বিতর্ক অব্যাহত, এবার পেলেন পুলিশের নোটিশ
সকাল ১১টা পর্যন্ত ভোটের হার তুলনামুলক ভাবে ভালই। সবচেয়ে বেশি ভোট পড়েছে আসানসোলে৷ সকাল ১১টা পর্যন্ত আসানসোলে ভোট পড়েছে ৩০.৪২ শতাংশ, বিধান নগরে ২৯.৮১ শতাংশ, চন্দননগরে ২৫.৬৯ শতাংশ এবং শিলিগুড়িতে ভোটের হার ২৮.০৭ শতাংশ৷
শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। আগামী সোমবার ১৪ ফেব্রুয়ারি ভোটের ফল ঘোষণা। প্রথমে ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগমে ভোট হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল৷ কিন্তু করোনার দাপটে ভোট পিছিয়ে দেন কমিশন৷ শনিবারের ভোটে চার পুরনিগমের জন্য ৯ হাজার বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সাড়ে আট হাজার থাকছে বুথের দায়িত্বে। বাকি ৫০০ বাহিনী থাকছে কুইক রেসপন্স টিম, নাকা চেকিং ইত্যাদির জন্য। প্রতিটি বুথে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।