জিতেন্দ্রকে নিয়ে বিতর্ক অব্যাহত, এবার পেলেন পুলিশের নোটিশ

জিতেন্দ্রকে নিয়ে বিতর্ক অব্যাহত, এবার পেলেন পুলিশের নোটিশ

আসানসোল: বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে আগে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনেছিল তৃণমূল কংগ্রেস। পাল্টা তিনিও ঘাসফুলের বিরুদ্ধে অভিযোগ আনেন বহিরাগতদের দিয়ে ভোট করানোর। একই সঙ্গে, তৃণমূলের বিরুদ্ধে তাঁর অভিযোগ যে, তাঁর স্ত্রীকে হেনস্থা করেছে তৃণমূলের কর্মীরা। এই নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। এই আবহেই এবার জিতেন্দ্রকেই নোটিশ ধরলো পুলিশ।

আরও পড়ুন- ‘আরেকবার ২০১৮ হলে ২০১৯ কিন্তু সময়ের অপেক্ষা..’ বিস্ফোরক বার্তা দেবাংশুর

জানা গিয়েছে, পুলিশ অভিযোগ তুলেছে যে জিতেন্দ্র তেওয়ারি বুথে বুথে সশস্ত্র সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরছেন যা আইন বিরুদ্ধ। সেই কারণেই তাঁকে নোটিশ দেওয়া হয়। এই নোটিশ পাওয়ার পরেই তিনি সেই বাহিনী নিজের থেকে সরিয়ে দেন বলে শেষ পাওয়া খবর। পাশাপাশি তাঁকে এক বুথের ১০০ মিটার দূর থেকে সরিয়ে দেয় পুলিশ। জিতেন্দ্রর কটাক্ষ, দুপুর হলেও ভোট লুঠ শুরু করবে তৃণমূল, তাই এখন থেকে এলাকা ফাঁকা করার কাজ করছে পুলিশ। আগেই আগেই তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন জিতেন্দ্র তিওয়ারি। তাই তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে তারা। তবে জিতেন্দ্র পাল্টা অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধেই। তাঁর বক্তব্য, বহিরাগতদের এনে এখানে ভোট করাতে চাইছে তৃণমূল। সেই প্রেক্ষিতে তিনি বুথে ঢুকতে যান, তখন তাঁকে পুলিশ বাধা দেয়।

অন্যদিকে, জিতেন্দ্রর স্ত্রীর দাবি, তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় লোক ঢুকিয়ে ভোট লুঠের চেষ্টা করছে। এখানে সন্ত্রাস করবে, ছাপ্পা মারবে, এই পরিকল্পনা করছে। তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বলেও সরব হয়েছেন তিনি। এছাড়াও জানিয়েছেন, পুলিশ নির্বাক দর্শক হয়ে থাকছে। পুলিশের কাছে অভিযুক্তকে আঙুল উঁচিয়ে চিহ্নিত করার চেষ্টাও করেন তিনি। আবার সকলের সামনে কাঁদতেও দেখা যায় তাঁকে। তবে তৃণমূলের পাল্টা বক্তব্য, বিজেপি ঝামেলা পাকানোর চেষ্টা করছে। সাধারণ মানুষকে ভোট দিতে দিচ্ছে না তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − one =