আসানসোল: করোনা ভাইরাস পরিস্থিতিতে এখন দেশ জুড়ে, রাজ্য জুড়ে চলছে টিকাকরণ। তবে জায়গায় জায়গায় টিকা না পাওয়ার জন্য ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ, হচ্ছে বিক্ষোভও। আজ আসানসোল পুরনিগমের বাইরে বিজেপির আসানসোল জেলার পক্ষ থেকে টিকাসহ অন্যান্য নাগরিক পরিষেবা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। সেখানেই শাসক দলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। পুরভোট প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন যে, পুরভোটের সময় যদি তৃণমূল সন্ত্রাস করতে আসে তাহলে তাদের অন্য ‘টিকা’ দেওয়া হবে! সেই টিকা নিলে অ্যাম্বুল্যান্সে ফিরতে হবে বলে ‘হুমকি’ তাঁর।
জিতেন্দ্রর কথায়, পুরভোটের সময় যদি তৃণমূল সন্ত্রাস করার চেষ্টা করে তা হলে তাদের ‘অন্য রকম’ টিকা দেওয়া হবে। করোনার টিকা নয়। সেই টিকা নেওয়ার পরে তারা পায়ে হেঁটে বা নিজের গাড়ি করে বাড়ি ফিরতে পারবে না, অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে যেতে হবে। জিতেন্দ্রর এই মন্তব্যে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে। এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। তাঁদের বক্তব্য, গোটা দেশ জুড়ে সন্ত্রাস করছে বিজেপি, একাধিক বিজেপি শাসিত রাজ্যে কী হচ্ছে তা সবাই দেখছে, সবাই জানে। ত্রিপুরাতেও কী হচ্ছে তাও সকলের জানা। বাংলায় ক্ষমতায় এলে বিজেপি এটাই করত। কিন্তু বাংলার মানুষ কী চায় সেটা ভোটেই প্রমাণ হয়ে গিয়েছে। পুরভোটে বিজেপি কটা আসন পায় সেটাই দেখার।
আরও পড়ুন- কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগ
বাংলার বিধানসভা নির্বাচনের আগে দলবদলের পালায় সামিল হয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। একেবারে বলা যায় শেষ লগ্নে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তবে অবশেষে কিছুই লাভের লাভ হয়নি। ভোটে জিততে পারেননি তিনি। একাধিক দলবদলুদের মত তিনিও ভোটের পর কার্যত আড়ালে চলে গিয়েছিলেন। এখন আবার সংবাদ শিরোনামে এলেন, বিতর্কিত মন্তব্য করে।