ঝালদা: ঝালদা ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ফের জয়ী কংগ্রেস৷ পুরভোটে এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু৷ অভিযোগ, এক ভাইপোর বিরুদ্ধে লড়াই করে জেতার পরেই খুন হন তিনি৷ যদিও সেই অভিযোগ এখনও প্রমাণিত নয়৷ বুধবার অন্য এক ভাইপো মিঠু কান্দু জয়ী হন ২ নম্বর ওয়ার্ড থেকেই৷ ৭৭৮ ভোটে তৃণমূল প্রার্থী জগন্নাথ রজককে পরাজিত করেন তিনি৷
আরও পড়ুন- পাহাড়ে ফুটল ঘাসফুল, চন্দননগরে জয়ী বাম প্রার্থী
জয়ের পর মিঠু বলেন, ‘‘জানতাম জয়ী হবে। এই নির্বাচনে আমাকে নয়, এই ওয়ার্ডের মানুষ আমার কাকাকে (তপন কান্দু) জিতিয়েছেন। সবাইকে অভিনন্দন। কাকাকেই আমার এই জয় উৎসর্গ করলাম৷’’
ভাইপোর জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত প্রয়াত কংগ্রেস নেতা তপন কান্দুর স্ত্রী পূর্ণিমার৷ মিঠুর জয়ের প্রতিত্রিয়া দিতে গিয়ে গলা ধরে আসছিল তাঁর। এক প্রথমসারির সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘আজ আমি খুবই খুশি। তৃণমূল ওঁকে পুরপ্রধান হতে দেবে না বলে খুন করেছিল। ওঁর ফাঁদা জায়গা পূরণে নিজেরাই ভোটের আয়োজন করল। কিন্তু এই ওয়ার্ডের মানুষ ওদের যোগ্য জবাব দিয়েছে।’’ পূর্ণিমা আরও বললেন, ‘‘এই জয় ঝালদা ২ নম্বর ওয়ার্ডের মানুষের জয়। আমার স্বামীর জয়।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>