পাহাড়ে ফুটল ঘাসফুল, চন্দননগরে জয়ী বাম প্রার্থী

পাহাড়ে ফুটল ঘাসফুল, চন্দননগরে জয়ী বাম প্রার্থী

e69c866354b9ea17a13ce7a335e084f7

কলকাতা: পাহাড়ে খাতা খুলল তৃণমূল কংগ্রেস৷ কালিম্পং ৩৫ নম্বর সমষ্টি দখল নিল শাসক শিবির। বিপুল ভোটে জয়ী  তৃণমূল প্রার্থী সুমন গুরুং। অন্যদিকে, বিনয় তামাং জিতেছেন ডালি ব্লুমফিল্ড সমষ্টি থেকে। প্রবল বৃষ্টির কারণে এদিন দেরি করেই শুরু হয় শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট গণনা। আপাতত মহকুমা পড়িষদে মাটিগাড়া ব্লকেও এগিয়ে রয়েছে তৃণমূল। সেখান জয়ের আগাম উচ্ছ্বাস দেখা গিয়েছে তৃণমূল কর্মীদের মধ্যে।

আরও পড়ুন- মুকুলের ছেড়ে যাওয়া পদে ‘দলবদলু’ কৃষ্ণ কল্যাণী! ফের সংঘাতের ইঙ্গিত

গত ৬ জুন তিন জেলার ছ’টি পুরসভায় নির্বাচন হয়। এই ছ’টি ওয়ার্ডের মধ্যে রয়েছে পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড এবং উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভায় ৮ নম্বর ওয়ার্ড। এই দুই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর, কংগ্রেসের তপন কান্দু এবং তৃণমূলের অনুপম দত্ত খুন হওয়ার কারণেই এখানে উপনির্বাচন হয়৷ তারই ফলাফল ঘোষণা হচ্ছে আজ৷ 

এদিকে, চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গোকুলচন্দ্র পালের মৃত্যুর কারনে এই ওয়ার্ডে ভোট স্থগিত ছিল। ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী হন সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়৷