জিহাদি বইয়ের ‘ভাণ্ডার’ আছে ‘শিক্ষক’ জঙ্গির কাছে! তথ্য পেল গোয়েন্দারা

জিহাদি বইয়ের ‘ভাণ্ডার’ আছে ‘শিক্ষক’ জঙ্গির কাছে! তথ্য পেল গোয়েন্দারা

কলকাতা: হাওড়া থেকে গতকাল গ্রেফতার করা হয়েছে জেএমবি জঙ্গিকে। হাওড়ার বাঁকড়া থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃতের নাম আনিরুদ্দিন আনসারি। সে শিক্ষক পরিচয়ে ছিল এতদিন। তাকে জেরা করে এবার চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে গোয়েন্দারা। তারা জানতে পেরেছে, ধৃত আনিরুদ্দিনের কাছে প্রায় ১২ জিবি জেহাদি বই আছে! পিডিএফ ফাইল হিসেবে মোবাইলে ছিল ওই বইগুলি। একই সঙ্গে তারা এও জানতে পরেছে যে, আনিরুদ্দিন আনসারি আলকায়দার সদস্য। সে নিয়ে বাড়িতে দুই জঙ্গিকে আশ্রয় দিয়ে রেখেছিল।

আরও পড়ুন- চিনে কোভিড সংক্রমণ বাড়তেই সতর্ক কেন্দ্র, জিনোম সিকোয়েন্সিংয়ে জোর স্বাস্থ্যমন্ত্রীর

গোয়েন্দা সূত্রে খবর, মগজ ধোলাই করার জন্য এইসব জেহাদি বইগুলি ব্যবহার করত আনিরুদ্দিন। এমনকি টেলিগ্রাম নামের অ্যাপেও এইসব ডাউনলোড করা থাকত। ধরা পড়ার আশঙ্কায় সেই সব লিঙ্ক উড়িয়ে দেয় আনিরুদ্দিন। কিছুদিন আগেই ভোপাল থেকে চার জঙ্গিকে গ্রেফতার করে এটিএস। তাদের থেকেই আনিরুদ্দিনের নাম জানা যায়। এরপরেও অ্যাপের ওই লিঙ্ক মুছে দেওয়া হয়েছিল। কিন্তু গোয়েন্দারা সেই সব লিঙ্ক পুনরুদ্ধার করার কাজ শুরু করেছে বলেই জানা গিয়েছে।

গতকাল সে গ্রেফতার হওয়ার সময় জানা গিয়েছিল যে, সে আদতে জেএমবি জঙ্গিদের লিঙ্কম্যান। উত্তর পূর্ব ভারতে নাশকতার ছক কষেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আনিরুদ্দিন আনসারি আসলে পুরুলিয়ার বাসিন্দা। বাঁকড়ার মুন্সিডাঙার একটি বাড়িতে ভাড়া থাকত সে। সেই বাড়িতেই ২ জন জেএমবি জঙ্গিকে নিজের সঙ্গে রেখেছিল আনিরুদ্দিন।ওই জঙ্গি ধরা পড়ায় কিছুটা স্বস্তি মিলেছে ঠিকই কিন্তু আরও কেউ অন্য কোথাও লুকিয়ে আছে কিনা তা জানার চেষ্টা চলছে। কবে থেকে ওই শিক্ষক জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন? জঙ্গি কার্যকলাপে আর কী কী সাহায্য করা হয়েছে, এই সব কিছু জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =