চিনে কোভিড সংক্রমণ বাড়তেই সতর্ক কেন্দ্র, জিনোম সিকোয়েন্সিংয়ে জোর স্বাস্থ্যমন্ত্রীর

চিনে কোভিড সংক্রমণ বাড়তেই সতর্ক কেন্দ্র, জিনোম সিকোয়েন্সিংয়ে জোর স্বাস্থ্যমন্ত্রীর

e9308bfad826518a13257a18f320653f

নয়াদিল্লি: তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে কিছুটা ছন্দে ফিরছিল বিশ্ব৷ এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াল করোনা৷ চিনে হু হু করে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। চিনের পাশাপাশি আমেরিকা, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ইজরায়েলেও শুরু হয়েছে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের দাপট৷ এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। বিভিন্ন দেশে করোনার এই বাড়বাড়ন্তে উদ্বেগে কেন্দ্র। দেশে যাতে নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধি না পায়, তা নিশ্চিত করতেই বুধবার কেন্দ্রীয় আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য৷ সরকারি সূত্রে খবর, বৈঠকে সমস্ত আধিকারিকদের করোনা প্রসঙ্গে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷ সংক্রমণ রুখতে কড়া নজরদারি তো বটেই পাশাপাশি জিনোম সিকোয়েন্সিং-এর পরামর্শও দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- দু’হাজার কোটির টাকার ধাক্কা! ফেরে আর্থিক প্রতারণার শিকার PNB

গত কয়েক সপ্তাহ ধরেই চিনে ফেরে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা ৷ দৈনিক আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে৷ যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ৷ অন্যদিকে, আক্রান্তের সংখ্যা বেড়েছে ব্রিটেনেও৷ দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৮০২-তে পৌঁছে গিয়েছে। পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে স্কটল্যান্ড, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াতেও। একধাক্কায় ১৫ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পয়েছে৷। নতুন করে সংক্রমণ বৃদ্ধির নেপথ্যে রয়েছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২৷ করোনার এই রূপের জন্যেই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপের দেশগুলিতে। বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ বাড়তেই চিন্তায় পড়েছে কেন্দ্রীয় সরকার৷ বুধবার তড়িঘড়ি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ, ফার্মা সচিব ও কেন্দ্রের স্বাস্থ্য সংক্রান্ত প্রধান পরামর্শদাতা।