কলকাতা: কলকাতা হাইকোর্টেই ফিরছেন বিচারপতি জয়মাল্য বাগচি। দীর্ঘ সময় কলকাতা হাইকোর্টেই বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। পরে পদন্নোতি হওয়ার কারণে তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেখানে দীর্ঘ দিন দায়িত্ব গ্রহণের পর সুপ্রিম কোর্টের কলোজিয়াম সিদ্ধান্তে আবার কলকাতা হাইকোর্টে ফিরছেন তিনি। তবে এই ঘটনা কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন বলেই মনে করছে আইনজীবীদের একটি বড় অংশ। তাঁদের বক্তব্য, এর আগে অনেক বিচারপতি পদন্নোতির পর অন্য রাজ্যের হাইকোর্টে গিয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে অবসর গ্রহণ করছেন। কিন্তু জয়মাল্য বাগচি আবার কলকাতায় ফিরে আসছেন। তাই মনে করা হচ্ছে এটি নজিরবিহীন ঘটনা।
আরও পড়ুন- উচ্চ প্রাথমিক মেধা তালিকায় অভিযোগের পাহাড়! নিষ্পত্তিতে আরও ৩ মাস সময় চাইল SSC
এদিকে আবার জানা গিয়েছে, বদলি হতে চলেছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। এমন খবর ঘোরাফেরা করছে চারিদিকে। যদিও এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, সুপ্রিম কোর্টের কলোজিয়াম বিচারপতি রাজেশ বিন্দালকে এলাহাবাদ হাইকোর্টের জন্য সুপারিশ করেছে। এই খবর ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে হতে পারেন? মনে করা হচ্ছে, সেই দায়িত্ব পেতে পারেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
আরও পড়ুন- দুয়ারে রেশন: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্চ করে প্রধান বিচারপতির এজলাসে ডিলাররা
বিধানসভা নির্বাচনের পর বিতর্কে জড়িয়েছেন কলকাতা হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। মূলত নারদ মামলার পরিপ্রেক্ষিতে সবথেকে বেশি চর্চায় রয়েছেন তিনি কারণ তাঁর নির্দেশেই রাজ্যের মন্ত্রীরা, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। সেই নিয়ে গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয় যার কেন্দ্রবিন্দুতে চলে আসেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন শোনা যাচ্ছে যে তিনি বদলি হয়ে যাবার পর মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হতে পারেন।