আকাশছোঁয়া পেট্রোপণ্য, প্রতিবাদে গরুর গাড়ি চড়ে অভিনব প্রচার জাভেদ খানের

আকাশছোঁয়া পেট্রোপণ্য, প্রতিবাদে গরুর গাড়ি চড়ে অভিনব প্রচার জাভেদ খানের

কলকাতা:  পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়েক দিন আগে ই-স্কুটার নিয়ে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফিরহাদ হাকিমের গাড়িতে সওয়ার হয়ে পৌঁছেছিলেন নবান্নে৷ বাড়ি ফেরার পথে সকলকে হতবাক করে ফিরহাদকে সরিয়ে তিনি নিজেই বসে পড়েছিলেন চালকের আসনে৷ এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতার বুকে চলল অভিনব প্রচার৷ 

আরও পড়ুন- মমতার ‘বিসর্জনে’র জন্য প্রস্তুত বাংলা, তোপ দিলীপের

সাধারণত নির্বাচনী প্রার্থীরা পায়ে হেঁটে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করে থাকেন৷ কিংবা তাঁদের দেখা যায় হুডখোলা গাড়িতে৷ আবার অনেক সময় হেলিকপ্টার করে আকাশ থেকে নেমে এসেও প্রচার করেন তাঁরা৷ কিন্তু তৃণমূলের এই প্রার্থী সওয়ার হলেন গরুর গাড়িতে৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ কসবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ খান গরুর গাড়ি চেপেই প্রচার করলেন৷ কিন্তু গরুর গাড়িতে ভোট প্রচার কেন? জবাবে জাভেদ খান বলেন, ‘‘ভারতের গতি কমিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী৷ তাঁর প্রতিবাদ তো করতেই হবে৷ কৃষকদের বিরুদ্ধে কালো আইনের পাশ করেছে মোদী সরকার৷ বাংলার জনগণকে এর প্রতিবাদ জানাতে হবে৷ বাংলাই তার দিশা দেখাবে৷ কৃষক বিরোধী আইনকে ধিক্কার জানিয়ে ও কৃষকদের সমর্থনে গরুর গাড়ি চড়েছি৷’’ তিনি আরও বলেন, ‘‘এছাড়াও পেট্রোপণ্যের দাম আকাশছোঁয়া৷ পরিস্থিতি এমন যে ভারত আবার পুরনো দিনে চলে যাবে৷ আবার সকলকে গরুর গাড়িতেই চাপতে হবে৷ আমরা মানুষকে আগাম সচেতন করছি৷ এখন সাবধান না হলে নরেন্দ্র মোদী সকলকে গরুর গাড়িতেই চাপাবে৷’’ 

তাঁর কথায়, বাংলায় যে উন্নয়ন হয়েছে, তার গতি রুদ্ধ করার চেষ্টা করছে মোদী সরকার৷ আন্তর্জাতিক বাজারে ডিজেল-পেট্রোলের দাম যখন কমছে, তখন এখানে দাম বাড়ছে৷ এর বিরুদ্ধেই তাঁর প্রতিবাদ৷ দেখতে গেলে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে সমস্যার পড়েছে মধ্যবিত্ত মানুষ৷ তাই কসবার অলিতে গলিতে গরুর গাড়ি নিয়ে প্রচারে নামলেন জাভেদ খান৷ তাঁর অই অভিনব প্রচার মানুষের মনে কতটা দাগ কাটতে পারল, তা ফল প্রকাশেই বোঝা যাবে৷ 

আরও পড়ুন- প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বদল, বাংলায় মমতাকেই সমর্থন হেমন্ত সরেনের

তবে এদিন তাঁর সঙ্গে বহু মানুষ পথে নেমেছিলেন৷ তাঁকে দেখতে ভীর জমেছিল রাস্তায়৷ রাস্তার দু’ধার মুড়ে ফেলা হয়েছিল গেরুয়া, সাদা, সবুজ বেলুনে৷ গরুর গাড়িতে ছিল তৃণমূলের প্রতীক৷ তাঁর ‘গাড়ি’র সঙ্গে পা মেলালো কর্মী-সনর্থকদের টিশার্টে লেখা ছিল ‘খেলা হবে’৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *