মমতার ‘বিসর্জনে’র জন্য প্রস্তুত বাংলা, তোপ দিলীপের

মমতার ‘বিসর্জনে’র জন্য প্রস্তুত বাংলা, তোপ দিলীপের

কলকাতা:  ভোটমুখী বাংলায় চলছে যুযুধান দুই রাজনৈতিক শিবিরের দ্বৈরথ৷ বাড়ছে আক্রমণের ঝাঁঝ৷ শনিবার ফের সুর চড়িয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জনের সময় এসে গিয়েছে৷ 

আরও পড়ুন-  প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বদল, বাংলায় মমতাকেই সমর্থন হেমন্ত সরেনের

বাংলায় আট দফার ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে৷ শেষ দফা ২৯ এপ্রিল৷ ভোটের ফল বেরবে ২ মে৷ এখনও পর্যন্ত ৫৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিজেপি৷ এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘প্রথম দু’দফা ভোটের প্রার্থী আমরা ঠিক করে ফেলেছি৷ আগামী তিন পর্বের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা চলছে৷ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জনের জন্য তৈরি৷’’ প্রসঙ্গত, গত বুধবার দু’জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল গেরুয়া দল৷ খড়গপুর সদর কেন্দ্রে প্রার্থী করা হয় অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়কে৷ বরজোড়া কেন্দ্রের প্রার্থী হন সুপ্রীতি চট্টোপাধ্যায়৷ 

তবে এবার ভোটে দক্ষযজ্ঞ হবে নন্দীগ্রামে৷ মুখোমুখি লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী৷ ২০১৬ সাল থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মন্ত্রী ছিলেন শুভেন্দু৷ নন্দীগ্রামের প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পরেই এই কেন্দ্রে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে বিজেপি৷ 

আরও পড়ুন-  বঙ্গ রাজনীতিতে ফের চমক! তৃণমূলে যোগ দিলেন বাজপেয়ী জমানার মন্ত্রী

প্রসঙ্গত, গত ডিসম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী৷ মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে গেরুয়া হন তিনি৷ নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু৷ পাল্টা হুঙ্কার দিয়েছেন মমতাও৷ গত লোকসভা ভোটে কড়া টক্কর হয়েছিল তৃণমূল ও বিজেপি’র৷ ৪২টি আসনের মধ্যে ১৮টি আসনে জিতেছিল বিজেপি৷ তৃণমূল পেয়েছিল ২২টি আসন৷ এবারের নির্বাচন যে আরও কঠিন হতে চলেছে তা বলাই বাহুল্য৷ গত দশ বছর বাংলায় ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস৷ পরিবর্তনের ডাক দিয়ে বাংলায় প্রচারে নেমেছে বিজেপি৷ দিয়েছে সোনার বাংলা গড়ার ডাক৷ অন্যদিকে, তৃণমূলের স্লোগান, ‘বাংলা নিজের মেয়েকে চায়’৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + nine =