কলকাতা: জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে উত্তর বিধাননগর থানায় অভিযোগ ছিল যে, চাকরি দেবার নাম করে প্রতারণা ও টাকা নিয়েছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে রক্ষাকবজের আবেদন করেন জয়প্রকাশ মজুমদার। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মন্থা বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে সাময়িক স্বস্তি দিয়েছেন। সাত দিন গ্রেফতার করা যাবে না তাঁকে। বিজেপি নেতার বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। তবে তাঁকে তদন্তে সব ধরনের সহযোগিতা করতে হবে তদন্তকারী আধিকারিকদের।
আরও পড়ুন- পুরস্কৃত পুলিশ কমিশনার সহ ১০ অফিসার, স্বাধীনতা দিবসেই সম্মান প্রদান
বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল, পেট্রোল পাম্প এবং বিজেপিতে সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার নামে প্রায় ৪ লক্ষ টাকা নিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বাগদার বাসিন্দা অরূপ রতন রায়। অভিযোগকারীর আরও বক্তব্য, টাকা ফিরিয়ে দেওয়া তো দূর, তার জায়গায় বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার পদ ও পেট্রোল পাম্পের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরও ৪.২০ লক্ষ টাকা নিয়েছিলেন তাঁর থেকে। টাকা ফেরত চাইতে গেলে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে বলেও অভিযোগ জানান ওই ব্যক্তি। যদিও বিজেপি নেতার বক্তব্য ছিল, পুরোটাই তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র। উল্লেখ্য, এর আগে একই অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালের জানুয়ারি মাসে গ্রেফতারও হন জয়প্রকাশ মজুমদার।