Aajbikel

মানিকের স্ত্রী-পুত্রও গেলেন জেলে, শত চেষ্টাতেও মিলল না জামিন

 | 
মানিক

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এমনিতেই জেল হেফাজতে আছেন। কিন্তু তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং পুত্র শৌভিক ভট্টাচার্যকে নিয়েও চিন্তা ছিল। কারণ তাঁদের ওপরও আলাদা নজর ছিল তদন্তকারী সংস্থার। শেষমেষ ওই দুজনেরও জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতে থাকবেন তাঁরা।

আরও পড়ুন- ‘সিবিআই-ইডি-র অত্যাচারে তাপস পাল তো মারাই গেলেন!’, পার্থর জামিন প্রসঙ্গে বিস্ফোরক দেবাংশু

মানিক ভট্টাচার্যের দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যে সাপ্লিমেন্টরি চার্জশিট দিয়েছিল, তাতে তাঁর স্ত্রী এবং পুত্রের নাম ছিল। আগে তদন্তের প্রয়োজনে একাধিকবার তলব করা হয়েছিল মানিক-পুত্র শৌভিককে। কিন্তু তিনি সেই ডাকে সাড়া দেননি। মাঝে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছিল ইডি। তবে বুধবার ইডির বিশেষ আদালতে হাজিরা দেন শৌভিক এবং শতরূপা। আদালতে জামিনের আবেদন জানান। কিন্তু দুজনের আবেদনই খারিজ হয়ে গিয়েছে। ফলত জেল হেফাজতে যাচ্ছেন মানিকের স্ত্রী-পুত্র। 

সম্প্রতি আবার প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টেট সংক্রান্ত বিষয়ে আরটিআই করা সত্তেও তথ্য না দেওয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্রাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিলেন বিচারপতি। ১৬ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রার জেনারেলের কাছে এই টাকা জমা দিতে বলা হয়েছিল তাঁকে। সেই নির্দেশ অমান্য করায় ফের ২ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন তিনি৷   

Around The Web

Trending News

You May like