Aajbikel

‘সিবিআই-ইডি-র অত্যাচারে তাপস পাল তো মারাই গেলেন!’, পার্থর জামিন প্রসঙ্গে বিস্ফোরক দেবাংশু

 | 
তাপস দেবাংশু

পূর্বস্থলী: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন প্রসঙ্গে এবার বিস্ফোরক যুবনেতা দেবাংশু ভট্টাচার্য৷ মঙ্গলবার যুবনেত্রী সায়নী ঘোষের সঙ্গে পূর্বস্থলীতে গিয়েছিলেন তিনি৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে সরব হন যুব নেতা৷ মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও৷ 

আরও পড়ুন- নজর এবার রাজ্য বাজেটে, বড় কোনও ঘোষণা হবে কি


পার্থ চট্টোপাধ্যায় তাঁর গ্রেফতারির স্বারকলিপিতে মুখ্যমন্ত্রীর নাম ও ফোন নম্বর উল্লেখ করেছিলেন৷ এ প্রসঙ্গে এদিন দেবাংশু বলেন, ‘‘স্বাভাবিক ভাবে তিনি (পার্থ চট্টোপাধ্যায়) মুখ্যমন্ত্রীকে ফোন করার চেষ্টা করেছিলেন। তাই মুখ্যমন্ত্রীর নাম রয়েছে। কিন্তু প্ৰশ্ন হচ্ছে প্রভাবশালী তত্ত্ব দিয়ে অনেককেই তো আটকে রাখার চেষ্ঠা হয়েছে। তাঁর মধ্যে সুলতান আহমেদ এবং তাপস পালও ছিলেন। তাঁরা তো অত্যাচারে মারাই গেলেন। কিন্তু আমরা জানতেই পারলাম না তাপস পাল, সুলতান আহমেদরা দোষী কি নির্দোষ।’’ দেবাংশু আরও বলেন, ‘‘আমরা তদন্তের নামে কাউকে আটক রাখার পক্ষে নই। পার্থ চট্টোপাধ্যায়কে দল সরিয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই আমার আমাদের কাজ করি।ইডি তাদের কাজ করুক।’’


এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “ইডি বলেছে ইডির মতো করে। স্বাভাবিকভাবে পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন তৃণমূলে ছিলেন। বিরোধী দলনেতাও ছিলেন। দলের এক সময় প্রধান মুখপাত্র ছিলেন। তিনি হেভিওয়েট৷ উনি শিক্ষার ওজন এতটাই বাড়িয়ে দিয়েছেন যে জেলে চলে যেতে হয়েছে। তবে পার্থ চট্টোপাধ্যায় একা এই কাজ করেননি।”

Around The Web

Trending News

You May like