বদলাচ্ছে আচরণ, সুশান্তকে নিয়ে চিন্তা জেল কর্তৃপক্ষের

বদলাচ্ছে আচরণ, সুশান্তকে নিয়ে চিন্তা জেল কর্তৃপক্ষের

cd2d21823c97bc628940393e5a5d2b70

কলকাতা: বহরমপুরের কলেজ ছাত্রী সুতপা চৌধুরী হত্যা মামলায় জেল বন্দি হয়ে রয়েছে মূল অভিযুক্ত সুশান্ত। প্রথম থেকেই পুলিশি জেরায় যে রকম আচরণ করে এসেছে সে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। সুশান্তের মানসিক স্থিতি নিয়ে চিন্তায় ছিল পুলিশ এবং চিকিৎসকরাও। এবার যেন সেই চিন্তা আরু বাড়ল। কারণ ‘মৌনতা’ ভেঙে জেলে সহবন্দিদের সঙ্গে অনেকটাই সাবলীল হয়েছে সে এবং সুতপার কথা বলতে গিয়ে কেঁদেও ফেলছে। পুলিশ এখন তাকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখছে বলে সূত্রের খবর। সুশান্ত আবেগের বশে কিছু করে ফেলবে এই চিন্তা থেকে যাচ্ছে।

আরও পড়ুন- ‘‘নেতারা সব নিজেদের মধ্যে কামড়াকামড়িতে ব্যস্ত’, বিপ্লব ইস্তফা দিতেই খোঁচা কুণালের

সুশান্তকে নিয়ে প্রথম থেকেই যেন একটা প্রশ্ন। গ্রেফতার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত একবারও সে পরিবারের কারোর সঙ্গে দেখা করতে চায়নি। এমনকি তার বাবা আইনজীবী পাঠালেও তাকে সে ফেরত পাঠিয়ে দিয়েছে। সে জামিন পেল কি পেল না, তা নিয়ে তার কোনও হেলদোলই নেই। আগেই জেল সূত্রে জানা গিয়েছিল যে তার ডিমেনশিয়ার প্রভাব দেখা যাচ্ছে। এখন উদ্বেগ সেই প্রভাব আরও বাড়তে শুরু করেছে সুশান্তের মধ্যে। জেলের মধ্যে যারা তার সহবন্দি তারা সুতপার কথা জানতে চাইলে সে বলে, পুরনো কথা বলতে বলতে ভাবুক হয়ে যায়, কেঁদে ফেলে। এমনকি এও জানা গিয়েছে যে, সুশান্ত নাকি যে ঘটনা ঘটিয়েছে তা নিয়ে অনুশোচনা বোধ করে। এখন বন্দি থেকে শুরু করে জেলের আধিকারিকদের চিন্তা সে অন্য কোনও পদক্ষেপ না নিয়ে ফেলে।

বিশেজ্ঞদের কথায়, খুনের সময় সুশান্তের মোটিভ ছিল প্রতিশোধ। এখন সেই প্রবণতা ধীরে ধীরে কমতে শুরু করেছে তাই এখন তার অনুশোচনা বোধ হচ্ছে। এই সময়ে একটা মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। তাই সেটা নিয়েই চিন্তা বাড়ছে জেল কর্তৃপক্ষের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *