বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গবেষক ছাত্রীর সঙ্গে সহবাস, কাঠগড়ায় যাদবপুরের অধ্যাপক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গবেষক ছাত্রীর সঙ্গে সহবাস, কাঠগড়ায় যাদবপুরের অধ্যাপক

যাদবপুর: বিয়ের প্রতিশ্রতি দিয়ে গবেষক ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে৷ যাদবপুর থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও গোটা ঘটনাটি জানিয়েছেন তিনি৷ 

আরও পড়ুন- ভুয়ো ভ্যাকসিন ও টিকার কালোবাজারি রুখতে শহর জুড়ে চিরুনি তল্লাশি ED-র

এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত অধ্যাপক৷ এদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গবেষক ছাত্রীকে৷ পুলিশ সূত্রে খবর, লিঙ্গুইস্টিক্সের ওই অধ্যাপক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই গবেষক ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ৷ ওই ছাত্রীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিলেও তিনি তা রক্ষা করেননি৷ বরং ক্রমাগত তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করেছেন৷ এই চাপ নিতে পারেননি তিনি৷ সে কারণেই অসুস্থ হয়ে পড়েন৷ পাঁচ দিন আগে যাদবপুর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে৷

ওই গবেষক ছাত্রীর আরও অভিযোগ, ওই অধ্যাপক প্রথমে তাঁর সঙ্গে বন্ধুত্ব করেন৷ পরে প্রেমের প্রস্তাব দেন৷ তার পরেই দু’জন ঘনিষ্ঠ হয়৷ ওই ছাত্রীর কথায়,  বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই ওই অধ্যাপকের নজরে এসেছিলেন তিনি৷ এমনকী অধ্যাপক তাঁকে বলেছিলেন, পড়াশোনা নিয়ে কোনও সমস্যা হলেই যেন তিনি ফোন করেন৷ সেই অছিলাতেই ফোনালাপ বাড়তে থাকে৷ শুরু হয় ক্লাসের বাইরে দেখা করা৷ অধ্যাপকের উপর বিশ্বাস তৈরি হয়েছিল তাঁর৷ সে কারণেই ঘনিষ্ঠ হন৷ কিন্তু উনি এ ভাবে ঠকাবেন তা কল্পনাও করতে পারেননি তিনি৷ 

আরও পড়ুন- চন্দনার বিরহে ‘দেবদাস’ কৃষ্ণ! ফের হাসপাতালে ভর্তি হলেন BJP বিধায়কের দ্বিতীয় স্বামী

ইতিমধ্যেই লিঙ্গুউস্টিক্স বিভাগে এফআইআর-এর কপি পাঠানো হয়েছে৷ ডিসি-র কাছেও অভিযোগ জানিয়েছেন৷ ওই অধ্যাপকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৭, ৩৭৬ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল কমপ্লেইন সেলও বিষয়টি খতিয়ে দেখছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =