ভুয়ো ভ্যাকসিন ও টিকার কালোবাজারি রুখতে শহর জুড়ে চিরুনি তল্লাশি ED-র

ভুয়ো ভ্যাকসিন ও টিকার কালোবাজারি রুখতে শহর জুড়ে চিরুনি তল্লাশি ED-র

 

কলকাতা:  ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে চিরুনি তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট  (ইডি)৷ শহরের ১০টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি-র অফিসাররা৷ ভুয়ো ভ্যাকসিনের কালোবাজারি রুখতেই এই অভিযান৷ পাশাপাশি কড়া নজরদারি শুরু হয়েছে শহরজুড়ে৷ 

আরও পড়ুন- চন্দনার বিরহে ‘দেবদাস’ কৃষ্ণ! ফের হাসপাতালে ভর্তি হলেন BJP বিধায়কের দ্বিতীয় স্বামী

করোনা পরিস্থিতিতে কসবায় দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের পর্দা ফাঁস হওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন৷ এই ঘটনার পর শহরের বিভিন্ন প্রান্তে তো বটেই, জেলায় জেলায় যে ভ্যাকসিন ক্যাম্প রয়েছে, তা নিয়েও মানুষের মনের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে৷ যে ভ্যাকসিন তাঁরা নিচ্ছেন তা আদৌ সত্যি তো? সেই প্রশ্ন চাগার দিচ্ছে৷ ভ্যাকসিন কাণ্ডের জল গড়িয়েছে হাইকোর্টে৷ এর পরেই কলকাতা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছেন ইডি-র অফিসাররা৷  

আরও পড়ুন- মাস্ক ছাড়া রাস্তায়? আজ থেকে শহরজুড়ে কড়া অভিযান

জানা গিয়েছে এদিন ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের বাড়িতেও হানা দেয় ইডি৷ তল্লাশি চালানো হয় দেবাঞ্জনের আত্মীয় রাহুল বর্ধনের লেলিন সরণীর বাড়িতেও৷ তবে শুধু ভ্যাকসিনই নয়, রেমডেসিভির, অক্সিমিটারের কালোবাজারি নিয়েও তদন্ত করছে ইডি৷ বিভিন্ন ভ্যাকসিন ক্যাম্পা হানা দিচ্ছেন তাঁরা৷ খতিয়ে দেখা হচ্ছে কার্যকলাপ৷ বুধবার শহরের প্রায় ১০টি জায়গায় হানা দেন ইডি অফিসাররা৷ জানা গিয়েছে, ভুয়ো ভ্যাকসিন এবং ভ্যাকসিনের কালোবাজারি রুখতেই এই পদক্ষেপ৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − eight =