ভোট পরবর্তী হিংসা, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, জখম ৩

ভোট পরবর্তী হিংসা, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, জখম ৩

ভাঙড়: ভোট পরবর্তী হিংসার আগুনে উত্তর ২৪ পরগণার ভাঙড়৷ বারজুলিতে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে জখম ৩৷ ২ আইএসএফ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷ অন্যদিকে, আইএসএফ-এর বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তোলে শাসক দল৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ 

আরও পড়ুন- ষষ্ঠ দফা সাঙ্গ হতেই ইঙ্গিতপূর্ণ ছবিতে ‘খেলা শেষে’র টুইট দিলীপ ঘোষের

ভোট পর্ব মিটতেই ভাঙড়ে দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়৷ মূলত এলাকা দখলকে কেন্দ্রে করেই এই সংঘর্ষ বলে সূত্রের খবর৷ আইএসএফ কর্মীদের দাবি, এলাকা দখলের জন্য তৃণমূল কর্মীরা তাঁদের কর্মীদের উপর হালমা চালিয়েছে৷ বেধড়ক মারা হয়েছে দুই আইএসএফ কর্মীকে৷ তাঁরা গুরুতর আহত হয়েছেন৷ পরে তাঁদের উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁরা ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা গিয়েছে৷ অন্যদিকে তৃণমূল কর্মীদের দাবি, গতকাল রাতে তাঁদের দলের এক কর্মী একা বাড়ি ফিরছিলেন৷ সেই সময় তাঁকে একা পেয়ে আইএসএফ কর্মীরা মারধর করে৷ এলাকায় ত্রাস সৃষ্টি করতে পরিকল্পিতভাবে তৃণমূল কর্মীর উপর হামলা চালানো হয়৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় তৃণমূল কর্মীরা৷ তাঁকে উদ্ধার করে নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷ পরে তিনি থানায় লিখিত অভিযোগ জানান৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ 

আরও পড়ুন- ব্রেকিং: অবশেষে সমস্ত নির্বাচনী সভা বাতিল করলেন মমতা

গতকাল ভোটে আমডাঙায় সংঘর্ষে জড়িয়েছিল তৃণমূল ও আইএসএফ৷ আইএসএফ প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ অন্যদিকে, আমডাঙার ১২৭ নম্বর বুথে তৃণমূলের ভোটারদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে।        
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − one =