ষষ্ঠ দফা সাঙ্গ হতেই ইঙ্গিতপূর্ণ ছবিতে ‘খেলা শেষে’র টুইট দিলীপ ঘোষের

ষষ্ঠ দফা সাঙ্গ হতেই ইঙ্গিতপূর্ণ ছবিতে ‘খেলা শেষে’র টুইট দিলীপ ঘোষের

d9ff89aa667a8c0aa5e52abbd7e631d5

কলকাতা: ষষ্ঠ দফার ভোট মিটতেই ফের টুইট বিতর্কে দিলীপ ঘোষ৷ গতকাল ভোট মেটার পর রাত সাড়ে দশটা নাগাদ একটি টুইট করে ফের বিতর্ক উস্কে দেন বঙ্গ বিজেপি সভাপতি৷ যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ 

আরও পড়ুন- ব্রেকিং: অবশেষে সমস্ত নির্বাচনী সভা বাতিল করলেন মমতা

রাজ্যে ছয় দফা ভোট হয়ে গিয়েছে৷ উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে বাকি দুই দফার ভোট একদিনে করা হবে কিনা, তা নিয়ে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন৷ এরই মধ্যে দিলীপ ঘোষ কাল রাতে একটি ইঙ্গিতপূর্ণ টুইট করে বলেন, রাজ্যে দুই দফা ভোট এখনও বাকি৷ তার আগেই ‘খেলা শেষ’ তৃণমূলের৷ প্রসঙ্গত, একুশের ভোটে তৃণমূলের ইউনিক স্লোগান ছিল ‘খেলা হবে’৷ এই স্লোগানকে কেন্দ্র করে কম বিতর্ক হয়নি৷ ভোট ময়দানের উত্তাপ বহুগুণ বাড়িয়ে দেয় ‘খেলা হবে’ স্লোগান৷ সেই প্রেক্ষাপটেই ষষ্ঠ দফা ভোট শেষ হতে না হতেই দিলীপ ঘোষের ইঙ্গিতপূর্ণ টুইট৷ সেখানে তৃণমূলের পাশে ‘পরাজিত’ এবং বিজেপি’র পাশে ‘জয়ী’ শব্দটি ব্যবহার করা হয়েছে৷ তার তার থেকে একটু দূরেই হাত তুলে দাঁড়িয়ে দিলীপ ঘোষ নিজে৷ যা বেশ শোরগোল ফেলে দিয়েছে রাজনীতির আঙিনায়৷ 

আরও পড়ুন- অবশেষে মিটিং-মিছিল, রোড-শোয়ে নিষেধাজ্ঞা, নির্দেশিকা কমিশনের!

এদিকে, আজ রাজ্য সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ কিন্তু যে ভাবে করোনা বেলাগাম হয়ে পড়েছে, তা বিবেচনা করে সভা বাতিল করেন তিনি৷ বরং আজ করোনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন নমো৷ তবে আজ তিনি যাতে ভার্চুয়াল সভা করেন, সেই আর্জি জানিয়েছেন বঙ্গ বিজেপি প্রধান৷ ফলে আজ বিকেলে অন্তর্জালে ফেরে প্রচারের ঝড় তুলতে পারেন প্রধানমন্ত্রী৷ তবে ভোট পর্ব মেটার আগেই দিলীপ ঘোষের ‘খেলা শেষ’ টুইট ঘিরে ফের বিতর্ক বঙ্গ রাজনীতির আঙিনায়৷ অন্যদিকে, গতকাল আসানসোলের সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, ষষ্ঠ দফায় খুব জোড় ৪ থেকে ৫টি আসন পাবে বিজেপি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *