আগামী ৫ বছরের জন্য আইপ্যাকের সঙ্গে গাঁটছড়া তৃণমূলের, পিকে’র ভূমিকা নিয়ে জল্পনা

আগামী ৫ বছরের জন্য আইপ্যাকের সঙ্গে গাঁটছড়া তৃণমূলের, পিকে’র ভূমিকা নিয়ে জল্পনা

কলকাতা:  একুশে অভাবনীয় সাফল্যের পর আইপ্যাক ত্যাগের কথা বলেছিলে ভোটকুশলী প্রশান্ত কিশোর৷ কিন্তু জানা যাচ্ছে এখনই ছিন্ন হচ্ছে না বন্ধন৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনেও তৃণমূলের সঙ্গেই গাঁটছড়া বেঁধে কাজ করবে প্রশান্ত কিশোরের আইপ্যাক৷ তবে শুধু ২৪-এর লোকসভা নির্বাচন নয়, পরবর্তী বিধানসভা ভোটেও তৃণমূলের হয়েই লড়বে পিকে’র সংস্থা৷ চুক্তি তেমনই৷ অর্থাৎ আগামী ৫ বছরের জন্য তৃণমূলের হয়েই কাজ করবে আইপ্যাক৷ 

আরও পড়ুন- বাংলার পর কি এবার ত্রিপুরায় ‘খেলা হবে’? মুকুল ঝড়ে ভাঙতে পারে তৃণমূলের ঘর

একুশের নির্বাচনের অনেক আগেই পিকে’র ভবিষ্যতবাণী ছিল ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল৷ ১০০ পার করতে পারবে না বিজেপি৷ তাঁর সেই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে৷ এবার জানা যাচ্ছে, আগামী লোকসভা ভোটেও জোড়া ফুলের সঙ্গেই থাকবে আইপ্যাক৷ এখন থেকেই সেই ঘুঁটি সাজাতে শুরু করেছে তারা৷ কিন্তু প্রশান্ত কিশোর কি আইপ্যাকের সঙ্গে থাকবেন? সেটাই বড় প্রশ্ন৷ কারণ ভোটের ফল ঘোষণার পরেই প্রশান্ত বলেছিলেন এই কৃতিত্ব আইপ্যাকের সকল কর্মীর৷ তাঁর একার নয়৷ আইপ্যাক ছাড়ার কথাও উল্লেখ করেছিলেন তিনি৷ আবার কিছুদিন আগে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন পিকে৷ তাই প্রশ্ন উঠেছে ২০২৬ পর্যন্ত আইপ্যাকের সঙ্গে তৃণমূলের যে চুক্তি হয়েছে, তাতে প্রশান্ত থাকবেন তো?  শুধু আইপ্যাকের সঙ্গে চুক্তি হলে, সেক্ষেত্রে প্রশান্ত কিশোরের কী ভূমিকা থাকবে তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে৷ আর পিকে যদি না থাকে তাহলে তাঁর বিকল্প হিসাবে দায়িত্ব পালন করবেন কে? সেটাও ধোঁয়াশায়৷ 

বিজেপি বিরোধী দলগুলোকে দীর্ঘদিন ধরেই জোটবদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছেন প্রশান্ত কিশোর৷ অন্ধ্রপ্রদেশে জগমোহন রেড্ডিকে জয়ী করেছেন, দিল্লির মসনদ তুলে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের হাতে৷ একুশের বিধানসভায় তামিলনাড়ুতে তাঁর হাত ধরে প্রথমবার কুর্সিতে স্ট্যালিন৷ আর বঙ্গে হ্যাট্রিক মমতার৷ ২৪-এর ভোটে বিরোধীদের এক সুতোয় বাঁধলে তৃতীয় ফ্রন্টের লড়াইয়ে ময়দানে দেখাও যেতে পারে ভোটকুশলী প্রশান্ত কিশোরকে৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =