বাংলার পর কি এবার ত্রিপুরায় ‘খেলা হবে’? মুকুল ঝড়ে ভাঙতে পারে তৃণমূলের ঘর

বাংলার পর কি এবার ত্রিপুরায় ‘খেলা হবে’? মুকুল ঝড়ে ভাঙতে পারে তৃণমূলের ঘর

আগরতলা:  বাংলা জয়ের পর তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা৷ তবে কি এবার ত্রিপুরায় ‘খেলা হবে’? ভিডিও-টিজার দিয়ে সেই ইঙ্গিতই দিল ঘাসফুল শিবির৷ অন্যদিকে মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর কি ত্রিপুরা বিজেপি’তেও ধরবে ফাটল? তা নিয়ে শুরু হয়েছে জোড় জল্পনা৷ 

আরও পড়ুন- ‘স্কুল-কলেজ খুললেই খরচ, মদের দোকান খুললে সরকারের লাভ’ তীব্র কটাক্ষ দিলীপের

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে৷ যেখানে শোনা গিয়েছে, ‘খেলা হবে-খেলা হবে, ত্রিপুরাতে খেলা হবে’ গান৷ অন্যদিকে বাংলা জয়ের পরেই তৃণমূলের লক্ষ্য ‘মিশন দিল্লি’৷ জাতীয় স্তরে ক্ষমতা বৃদ্ধি করতে বদলে ফেলা হয়েছে দলের খোলনলচে৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ আর দায়িত্ব নিয়েই তাঁর হুঙ্কার, ছোট হোক বা বড় শুধু ভোটে লড়তে যাব না, জিততে যাব৷ বাংলার বাইরে দলের পরিকল্পনা কী হবে, তাও স্পষ্ট করেছেন তিনি৷ এর পরেই দলে প্রত্যাবর্তন মুকুল রায়ের৷ এই দুইয়ের যোগে জল্পনায় তৃণমূলের মিশন ত্রিপুরা৷ 

এক সময় উত্তর-পূর্বের এই রাজ্যে শক্তিশালী সংগঠন ছিল তৃণমূলের৷ ত্রিপুরায় দলের সংগঠন তৈরিতে বড় ফ্যাক্টর ছিল মুকুল রায়৷ তাঁর হাত ধরেই তৃণমূলে যোগ দিয়েছিলেন সুদীপ রায় বর্মন৷ তিনি ছিলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা৷ তাঁর  সঙ্গে তৃণমূলে যোগ দেন তাঁর অনুগামীরাও৷  ২০১৭ সালে মুকুল রায় তৃণমূল ছাড়ার পর বিজেপি’তে যোগ দেন সুদীপও৷ কবে মুখ্যমন্ত্রী বা বড় কোনও পাদ পাননি তিনি৷ বরং মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরোধী গোষ্ঠী হিসেবেই পরিচিত সুদীপ রায় বর্মন৷ বিজেপি থেকে মুকুল ঝরার পরেই সুদীপের দলত্যাগ নিয়ে জোড় জল্পনা ত্রিপুরায়৷ মনে করা হচ্ছে ১২ থেকে ১৪ জন বিধায়ককে নিয়ে বিজেপি ছাড়তে পারেন সুদীপ৷ কলকাতায় এসে তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁরা দেখা করতে পারেন বলেও সূত্রের খবর৷

সুদীপের পাশাপাশি জল্পনা তৈরি হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদ্যোৎ মানিক্য দেববর্মাকে নিয়েও৷ ত্রিপুরা রাজপরিবারের এই সদস্যও তৃণমূলকে সমর্থন করতে পারে বলে খবর৷ বিপ্লবদেব সরকারের বিরুদ্ধে ক্ষোভকে কাজে লাগিয়ে ত্রিপুরার দক্ষিণপন্থীরা ফের একজোট হতে পারে৷ ২০২৩ সালে ত্রিপুরায় রয়েছে বিধানসভা নির্বাচন৷  এদিকে তৃণমূল সাংসদ সুখেন্দপ শেখর রায় বলেন, অনেকেই অনেক জায়গা থেকে যোগাযোগ করছেন৷ এই বিষয়ে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *