অনলাইনে পঠনপাঠনে পদে পদে বিপদ, সাইবার দুনিয়ার পাতা রয়েছে অদৃশ্য ফাঁদ!

অনলাইনে পঠনপাঠনে পদে পদে বিপদ, সাইবার দুনিয়ার পাতা রয়েছে অদৃশ্য ফাঁদ!

কলকাতা: করোনা আবহে সেই মার্চ মাস থেকে ঘরবন্দি রয়েছে পড়ুয়ারা৷ বন্ধ স্কুল-কলেজ৷ বদলে তারা এখন অভ্যস্ত অনলাইন পঠনপাঠনে৷ আর তাদের সঙ্গী ল্যাপটপ বা মোবাইল ফোন৷ আর এই ল্যাপটপ বা মোবাইল ফোনের অন্তর্জালেই লুকিয়ে রয়েছে পদে পদে বিপদ৷ কচিকাঁচাদের এই বিপদ থেকে বাঁচাতে বিশেষ অভিযান শুরু করতে চলেছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন৷ 

আরও পড়ুন- নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, পার্শ্ব শিক্ষক-পুলিশ ধস্তাধস্তি

সাইবার দুনিয়ায় রয়েছে পদে পদে বিপদ৷ চারিদিকে অদৃশ্য ফাঁদ পাতা৷ এই ফাঁদে যাতে কচিকাঁচারা পা না দেয় সেই উদ্দেশেই শুরু হচ্ছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতার অভিযান৷ তাদের বার্তা, ‘নেটে থাকব কিন্তু জালে পড়ব না৷’ কমিশনের চেয়ারপার্সন অনন্য চক্রবর্তী বলেন, ‘‘এখানে সাইবার ক্রাইম ততটা নজর কাড়েনি৷ কিন্তু আমরা বুজেছিলাম এটা একটা অদৃশ্য অপরাধ৷ এই বিষয়টি মাথায় রেখেই দু’বছর আগে একটি আন্তর্জাতিক  সম্মেলন করা হয়েছিল৷ লকডাউনের সময় যে এই ভাবে বিষয়টা প্রাসঙ্গিক হয়ে উঠবে সেটা আমরাও বুঝতে পারিনি৷’’ 

সাইবার দুনিয়ায় রয়েছে অনেক ফাঁদ৷ ফেক অ্যাকাউন্ট, দুষ্টুলোকের বাস৷ এই কথাটাই শিশুদের বোঝাতে চাইছে কমিশন৷ প্রচারের জন্য তৈরি করা হয়েছে বুকলেট, পোস্টার৷ তৈরি করা হয়েছে সচেতনাতামূলক ভিডিয়ো৷ এই ভিডিয়োতে শিশুদের উদ্দেশে বার্তা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি সহ টলিউডির সেলবরা৷ গান বেঁধেছেন চন্দ্রিল৷ 

আরও পড়ুন- বন সহায়ক নিয়োগে ‘কারসাজির’ তদন্ত! সিদ্ধান্ত মমতার মন্ত্রিসভার

সাইবার অপরাধ রুখতে এই অভিযানের পাশে রয়েছে কলকাতা পুলিশ৷ তাদের হেল্পলাইন নম্বর ৯৮৩৬৫১৩০০০/১০৯৮ এবং ইমেল আইডি cyberps@kolkatapilice.gov.in ৷ শিশু অধিকার সুরক্ষা কমিশনের হেল্পলাইন নম্বর ৯৮৩৬৩০০৩০০৷ এই নম্বরে ফোন করে এই সংক্রান্ত অভিযোগ জানানো যাবে৷ 

লকডাউনে সাইবার অপরাধের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে৷ ডেবিট বা ক্রেডিট কার্ডে নিয়ে প্রতারণাই নয়, ভুয়ো লিঙ্ক পাঠিয়ে পাতা হচ্ছে ফাঁদ৷ সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রতারণা৷ অনেক সময় শিশুরা অজান্তেই সাইবার অপরাধীদের পাতা ফাঁদে পা দিয়ে দিচ্ছে৷ অজান্তেই তারা ব্যক্তিগত তথ্য শেয়ার করে ফেলছে৷ তাদের কাছে ঠিক ভুলের ফারাকটা অত্যন্ত সুক্ষ৷ তাই এই বিষয়ে সচেতনতা তৈরি করতেই উদ্যোগী হয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =