নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, পার্শ্ব শিক্ষক-পুলিশ ধস্তাধস্তি

নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, পার্শ্ব শিক্ষক-পুলিশ ধস্তাধস্তি

কলকাতা: পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় এদিন। কিন্তু তার জন্য পুলিশের অনুমতি মেলেনি। সেই কারণে সুবোধ মল্লিক স্কোয়ারে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, অবিলম্বে বেতন পরিকাঠামো বাড়াতে হবে। পাশাপাশি একাধিক দাবি নিয়ে এই বিক্ষোভ চলে। সেই বিক্ষোভ ঘিরেই ধূন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল সুবোধ মল্লিক স্কোয়ারে। 

নবান্ন অভিযান করার আগে আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকদের কাছ থেকে সময় চেয়ে নেয় পুলিশ। কিন্তু অভিযান শুরুর আগেই বিক্ষোভ স্থলে প্রচুর পুলিশ মোতায়েন হয়ে যায়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য ব্যবস্থা নেয় তারা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেই চলে যায়। পার্শ্ব শিক্ষকদের আটকানোর জন্য জল কামান পর্যন্ত আনা হয় পুলিশের তরফে। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, বার বার শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেও কোন লাভ হয়নি। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি আদায় না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা। 

আন্দোলনকারীদের মূল বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা যে যে দাবি জানিয়ে আসছেন সেগুলো কোনটাই পূরণ করা হচ্ছে না। তাদের মূল দাবি বেতন পরিকাঠামো। ন্যূনতম এই দাবি জানিয়ে আসা হলেও বিগত ১০ বছর ধরে এই সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন তারা। এই প্রসঙ্গেই তাদের হুঁশিয়ারি, তারা যথেষ্ট ন্যায্য দাবি জানাচ্ছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং অবশেষে দাবি আদায় করে তবেই ছাড়বেন। এ দিকে সুবোধ মল্লিক স্কোয়ারের ধুন্ধুমার পরিস্থিতির জন্য বেশ কয়েকজন পার্শ্বশিক্ষককে আটক করেছে পুলিশ। যদিও তাদের অন্যতম দাবি ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা। সেই প্রেক্ষিতে পুলিশকে তারা তাদের অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + eight =