Aajbikel

বাদাম ছেড়ে ভুবনের মুখে এখন কেক খাওয়ার কথা! বাদামকাকুর হলটা কী?

 | 
ভুবন বাদ্যকর

কলকাতা: কাঁচা বাদাম এখন অতীত৷ এবার কেকের স্বাদে মজেছেন বাদাম কাকু৷ মাথায় সান্টার লাল টুপি আর হাতে কেকের বাক্স নিয়ে হাজির ভুবন বাদ্যকর। গলায় আর কাঁচা বাদামের চেনা সুর নয়, বদলে গাইলেন ইংরেজি গান। একেবারে নতুন রূপে ধরা দিলেন সোশ্যাল মিডিয়া সেনশেসন ‘বাদামকাকু’৷ গাইলেন, ‘‘খিদে পেলে বাদাম ছেড়ে কেক খাই।’’ তবে তিনি একা নন, তাঁর সঙ্গে তাল মেলাল এক ঝাঁক শিশুশিল্পী এবং গায়ক বিজয় শীল। কিন্তু ব্যপারটা ঠিক কী?

আরও পড়ুন-তৃণমূলের সঙ্গে না থাকলে করে খাওয়া বন্ধ হবে, অরিজিৎ ইস্যুতে কটাক্ষ দিলীপের


গ্রামের মেঠো পথে কাঁচা বাদাম বিক্রি করতে-করতেই একদিন ‘কাঁচা বাদাম’ গানটি রচনা করেছিলেন ভুবন বাদ্যকার৷ সেই গানের ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রাতারাতি সেলিব্রিটি হয়ে যান বাদামকাকু৷ ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর গাওয়া গান৷ রাজ্যের সীমা পেরিয়ে গোটা দেশ এমনকী বিদেশেও ওঠে কাঁচা বাদামের ঝড়৷ গলায় কণ্ঠীধারী বৈষ্ণব মতে বিশ্বাসী বাদামকাকু আরও একবার কাড়লেন শিরোনাম৷ এবার তিনি গাইলেন একটি কেকের বিজ্ঞাপনী গান। তাও আবার ইংরেজিতে। শিশুশিল্পীর সঙ্গে সান্টার লাল টুপি পরে কেক খেয়ে গান রেকর্ড করলেন ভুুবন। বিজ্ঞাপনী সেই গানে রয়েছে বাংলা কথাও। ভুবন বাংলায় গাইলেন, “খিদে পেলে বাদাম ফেলে কেক খাই।”

ভুবন

কেক প্রস্তুতকারী সংস্থার কর্ণধার প্রসেনজিৎ সাহা বলেন, “ছোটরা পছন্দ করছে। তাছাড়া, বাদামকাকুর একটা আলাদা জনপ্রিয়তাও রয়েছে। তিনি মিম পছন্দ করেন না, এমন কথাও বলা হয়েছে গানের কথাতে। রয়েছে বাদাম ছেড়ে কেক খাওয়ার কথা। ভুবন গাইলেন, ‘নাট নাট নট। নাট নাট নট। আই নট লাইক মিমস। আইস ফলস। নিউ ইয়ার কলস। আই ইট অনলি কেক।’

গানের ভিডিয়োতে সান্টার লাল-সাদা টুপি পরে নিজের গ্রামের ছেলেদের সঙ্গে কেক খেতেও দেখা গিয়েছে ভুবনকে৷  যদিও নিরামিষাশী ভুবন খুব সামান্যই কেক মুখে দিয়েছেন৷ কারণ তাতে যে ডিম রয়েছে৷  নাতনির বয়সি সহশিল্পী ভালবেসে দেওয়ায় আর না করতে পারেননি বাদামকাকু। তবে সাত বছরের অমাত্রার কাছে তিনি বাদামকাকু নন, বাদামদাদু।  প্রসেনজিৎ সাহা অবশ্য জানিয়েছেন, তাঁরা ভেজ কেক পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘‘ভুবনবাবু মানুষ ভাল। খেয়ে ভাল লেগেছে বলে জানিয়েছেন।’’

Around The Web

Trending News

You May like