কলকাতা: শিয়রেই পঞ্চায়েত ভোট। বীরভূমের ‘বাঘ’, অনুব্রত মণ্ডল এখন দিল্লিতে ইডি-র হেফাজতে। ইতিমধ্যে তাঁর ছাড়া পাওয়ার কোনও উপায় নেই৷ ফলে এবারের পঞ্চায়েত ভোট হবে তাঁকে ছাড়াই। কিন্তু তাঁর দাওয়াই ভুলছে না দল৷ কেষ্টর দেওয়া টনিকে আস্থা রেখেই লড়তে চান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সে কথা ফাঁস করলেম কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ অনুব্রতর হয়ে নাকি তিনিই এবার ‘চড়াম চড়াম’ ঢাক বাজাবেন। তৃণমূলের কালারফুল নেতার কথায়, “পঞ্চায়েত ভোটের আগে দরকার হলে অনুব্রতর বদলে বীরভূমের বর্ডারে দাঁড়িয়ে আমিই চড়াম চড়াম ঢোল বাজিয়ে দেব।”
আরও পড়ুন- না ফেরার দেশে স্বামী, গৃহবধূর দ্বিতীয় বিয়ে দিল শ্বশুরবাড়ির লোকজন
মদন আরও বলেন, “অনুব্রতকে কোর্টের অর্ডারে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। এর এফেক্ট পড়বে পঞ্চায়েত ভোটে। তৃণমূল ৯৮ শতাংশ আসনেই জয়ী হবে। আমি কোনও হুমকি দিচ্ছি না। আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল চড়াম চড়াম করে ঢোল বাজবেন কিনা। আমি বললাম ঢোল কি সানাইয়ের মতো বাজবে নাকি? ঢোল তো ঢোলের মত কেই বাজবে। আমরা দূর থেকে বসে মিনারেল ওয়াটার খাওয়াবো, যারা ভালো করে কাজ করবে। আর অনুব্রতর বদলে বীরভূমের বর্ডারে দাঁড়িয়ে আমিই চড়াম চড়াম ঢোল বাজিয়ে দেব।”
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে একসময় ‘চড়াম চড়াম’, ‘রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে’-এর মতো শব্দবন্ধে রাজনৈতিক হাওয়া গরম করেছিলেন অনুব্রত৷ কেড়েছিলেন শিরোনাম৷ বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা তৃণমূলের সংগঠনটা এমনভাবেই তৈরি করেছিলেন যে, সেখানে দাঁড়িয়ে তাঁর বলা কথাই মন্ত্রের মতো জপতেন দলের কর্মী সমর্থকরা। সরাসরি কোনও অভিযোগ না উঠলেও, ভোট এলেই তিনি এমন কোনও মন্তব্য করতেন যে, তাঁকে তাঁকে নজরবন্দি করে রাখত কমিশন। তবে সেই অনুব্রত এখন গরু পাচার মামলায় ইডি হেফাজতে। এমতাবস্থায় দলীয় কর্মীদের চাগাতে অনুব্রতর কথা স্মরণ করিয়ে দিলেন তাঁরই দলের বিধায়ক মদন মিত্র৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>