Aajbikel

না ফেরার দেশে স্বামী, গৃহবধূর দ্বিতীয় বিয়ে দিল শ্বশুরবাড়ির লোকজন

 | 
marriage

আসানসোল: ক'জন পারে? বেশিজন পারে না। তবে যে অল্প কিছুজন পারে তাদের মধ্যে আছে আসানসোলের এই পরিবার। দুর্ঘটনায় স্বামী হারানো গৃহবধুকে আবার বিয়ের আসরে নিয়ে গেল তারা। পরিবারের উদ্যোগেই দেওয়া হল দ্বিতীয় বিয়ে। আসানসোলের হরিপুরের কেন্দা এলাকায় এমনই এক বিয়ের অনুষ্ঠান দেখা গিয়েছে। সেখানের ঘাগরবুড়ি মন্দিরে এই বিয়ে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন- কুন্তল সহ তিনজনের জামিন খারিজ আবার, ১৪ দিনের হেফাজত

২০১৬ সালে স্বপন চট্টোপাধ্যায়ের ছোট ছেলে ধীরজের সঙ্গে বিয়ে হয়েছিল দুর্গাপুরের বাসিন্দা রিম্পির। কিন্তু সেই বছরেই রিম্পির স্বামী ধীরজ (৩৩) চাঁদা মোড়ে একটি দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে রিম্পি শ্বশুরবাড়িতেই ছিলেন তবে বাড়ির মেয়ের মতো, বৌমার মতো নয়। তাঁর বয়স মাত্র ২৭, তাই অল্পবয়সী এই মেয়েটি কী ভাবে নিজের বাকি জীবনটা কাটাবে তা নিয়ে চিন্তা ছিল ধীরজের পরিবারের। আসলে তারা কেউই চাননি রিম্পি গোটা জীবনটা একজনের বিধবা হয়ে কাটিয়ে দিক। তাই তারা রিম্পির আবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। 

আসানসোলের কাখয়া এলাকার বাসিন্দা রঘুনাথ রায়ের সঙ্গে তাঁর আবার বিয়ে হয়েছে। এই বিয়েতে দুই পরিবারই খুব খুশি। তারা বলছেন, সকলেই চান যাতে দুজনে ভালো থাকে। বাকি জীবনটা সুন্দর করে কাটায়। সারা জীবন যাতে হতাশায় না কাটে তার জন্যই এই উদ্যোগ। রিম্পির শ্বশুরবাড়ি বলছে, তাঁকে তারা মেয়ের মতোই দেখে এসেছেন শুরু থেকে। তাই তাঁর সঙ্গে যা হয়েছে তা তারা মেনে নিতে পারেননি।  

Around The Web

Trending News

You May like