পুজোয় ঘুরতে যাবেন? শিয়ালদা থেকে স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের, জেনে নিন যাত্রার দিনক্ষণ

পুজোয় ঘুরতে যাবেন? শিয়ালদা থেকে স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের, জেনে নিন যাত্রার দিনক্ষণ

কলকাতা: পুজো আসছে৷ এবার ঘরে ফেরার পালা৷ যাঁরা কর্মসূত্রে দূর-দূরান্তে থাকেন, তাঁরা বছরভর পুজোর এই কটা দিনের অপেক্ষা করেন৷ অনেকে আবার সারা বছর কর্মব্যস্ততার মাঝে পুজোর ছুটিতে বেরিয়ে পড়েন ঘুরতে৷ ফলে এই সময় প্রতি বছরই  অতিরিক্ত যাত্রী চাপ থাকে রেলের উপর৷ সেই চাপ সামাল দিতেই ফি বছর স্পেশাল ট্রেন ঘোষণা করা হয়। এবারও তার অন্যথা হয়নি। সম্প্রতি একের পর এক পুজো স্পেশাল ট্রেন ঘোষণা করছে রেল। সেই তালিকায় নয়া সংযোজন দুুটে শিয়ালদা-কামাখ্যা স্পেশাল৷ এই দুটি স্পেশাল ট্রেন চালু হওয়ায় পুজোর সময়ে নিউ জলপাইগুড়ি  যাওয়ার জন্যেও বাড়তি ট্রেন পেয়ে গেলেন যাত্রীরা। কারণ NJP স্টেশনের উপর দিয়েই গোয়ালপাড়া টাউন হয়ে কামাখ্যা পৌঁছবে ট্রেন দুটি। 

আরও পড়ুন- রাজ্যের পুলিশকে জেহাদিদের সঙ্গে তুলনা! বিস্ফোরক অমিত মালব্য

কিন্তু কখন রওনা দেবে এই পুজো স্পেশাল ট্রেন? 

০৩১৭৩ শিয়ালদহ-কামাখ্যা এসি পুজো স্পেশাল ৭ অক্টোবর অর্থাৎ শুক্রবার রাত্রি ১১টা বেজে ৫০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে রওনা দেবে৷ পরের দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে পৌঁছবে কামাখ্যা স্টেশনে। ০৩১৭৪ ডাউন কামাখ্যা-শিয়ালদা কামাখ্যা স্টেশন থেকে যাত্রা শুরু করবে ৮ অক্টোবর, শনিবার রাত্রি ১১টা বেজে ১৫ মিনিটে৷ পরের দিন রাত ১০টা বেজে ৪০ মিনিটে পৌঁছবে শিয়ালদা৷ ৭ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের মধ্যে প্রতি শুক্রবার শিয়ালদা থেকে মোট ৮ টি ট্রিপ করবে এই পুজো স্পেশাল। 

শিয়ালদা-কামাখ্যা রুটে রয়েছে আরও একটি পুজো স্পেশাল৷ ৮২৩১৩ আপ শিয়ালদা-কামাখ্যার রওনা দেবে ৩০ তারিখ অর্থাৎ শুক্রবার রাত্রি ১১টা বেজে ৫০ মিনিটে৷ পৌঁছবে পরের দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে৷ অন্যদিকে, কামাখ্যা এই ট্রেনটি রওনা দেবে রাত্রি ১১টা বেজে ১৫ মিনিটে৷ পরের দিন রাত ১০ টা বেজে ৪০ মিনিটে ঢুকবে শিয়ালদা স্টেশনে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পুজো  স্পেশাল ট্রেনগুলি নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড এবং মালদা টাউন স্টেশনে দাঁড়াবে। ১৬ সেপ্টেম্বর থেকেই এই ট্রেনগুলিতে বুকিং করা যাবে৷ অনলাইনের পাশাপাশি রেলের টিকিট বুকিং কাউন্টার থেকেও টিকিট কাটতে পারবেন যাত্রীরা। তবে, সাধারণ ট্রেনের তুলনায় পুজো স্পেশাল ট্রেনের ভাড়া কিছুটা বেশি হবে বলেই জানিয়েছে পূর্ব রেল৷ এই ট্রেনগুলিতে কোনও বিশেষ ছাড় বা তৎকাল টিকিট কাটা যাবে না৷