ডিএ আন্দোলনের মাঝেই বড় সিদ্ধান্ত মন্ত্রিসভার, বাড়ছে বোনাস, উৎসব ভাতা

কলকাতা: কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে সোচ্চার রাজ্য সরকারি কর্মচারীরা৷ ডিএ আন্দোলনে সরগরম রাজ্য। এদিকে সরকারের তরফেও সাফ জানানো হয়েছে, ৩ শতাংশের বেশি ডিএ এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়৷ ডিএ নিয়ে এই অশান্তির মাঝেই রাজ্য সরকারি কর্মীদের বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। চলতি বছর থেকেই অ্যাডহক বোনাস বাড়ানো হবে বলে ঠিক করা হল৷ পাশাপাশি বাড়ছে উৎসবে অগ্রীমের পরিমাণও। এছাড়াও সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন- দ্রৌপদী মুর্মুকে দুর্গামূর্তি উপহার মুখ্যমন্ত্রীর, ধন্যবাদ জানিয়ে বাংলার প্রশংসায় রাষ্ট্রপতি
এদিনের বৈঠক শেষে মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, ২০২২ সালে অ্যাডহক বোনাস ছিল ৪৮০০ টাকা। চলতি বছর সেই বোনাসের পরিমাণ বেড়ে হচ্ছে ৫৩০০ টাকা হবে। বদল আসছে উৎসবের অগ্রিমেও৷ গত বছরে রাজ্য সরকারি কর্মীদের উৎসব উপলক্ষে অগ্রীম দেওয়া হয়েছিল ১৪ হাজার টাকা। এ বছর সেটাই বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা। এছাড়া অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন সর্বাধিক ৩২ হাজার থেকে বেড়ে ৩৩ হাজার টাকা করা হচ্ছে।
তবে এখনও শহিদ মিনারে ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সোমবার ডিএ-র দাবিতে গণ ইমেলও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে। ইমেল পাঠানো হয়েছে রাষ্ট্রপতিকেও৷ এই পরিস্থিতিতে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।