Aajbikel

দ্রৌপদী মুর্মুকে দুর্গামূর্তি উপহার মুখ্যমন্ত্রীর, ধন্যবাদ জানিয়ে বাংলার প্রশংসায় রাষ্ট্রপতি

 | 
cm_prez

কলকাতা: দু'দিনের সফরে রাজ্যে আসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নাগরিক সংবর্ধনা দিল রাজ্য সরকার। এদিন বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সহ রাজ্যের অন্যান্য বিশিষ্টরাও। রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে তাঁর হাতে দুর্গা মূর্তি তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর ধামসা-মাদলের তালে নাচতেও দেখা যায় তাঁকে। মুখ্যমন্ত্রীর নাচ দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন রাজ্যপাল এবং রাষ্ট্রপতি দুজনেই। 

আরও পড়ুন- ধেয়ে আসছে কালবৈশাখী, দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আকাশ?

নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতির সম্মাননায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস। মমতা বলেন, বাংলা বলতে তিনি বোঝেন মানবতা। একই সঙ্গে তাঁর বক্তব্য, মহিলা মুখ্যমন্ত্রী নন, নিজেকে মানুষ হিসেবে পরিচয় দেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, শুধু কলকাতা নয়, রাজ্যের মানুষ রাষ্ট্রপতিকে কাছে পেয়ে সম্মানিত। এছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একে একে স্মারক তুলে দেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। যদিও এই সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছে বিরোধী শিবির বিজেপি। তাঁদের বিধায়ক শুভেন্দু অধিকারীর বক্তব্য, তাঁকে বা ৭০ জন বিজেপি বিধায়ককে আমন্ত্রণ জানান হয়নি। 

এদিকে রাষ্ট্রপতি নিজের ভাষণে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সবাইকে সম্মান দেওয়া, সমান ভাবা, আপন করার গুণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। তিনি বাংলায় এসে অভিভূত। পাশাপাশি বাংলা ভাষার গুণগান করেন রাষ্ট্রপতি। তাঁর কথায়, বাংলা তাঁর কাছে খুব প্রিয় ভাষা। আর বাংলা শুনলেই তাঁর মনে হয় যে তিনি নিজের গ্রামের কাছে আছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রসগোল্লা উপহার দিয়েছেন বলেও জানা গিয়েছে। 

Around The Web

Trending News

You May like