এক বছরে লাফিয়ে বৃদ্ধি ভোটার তালিকায়, জনবিস্ফোরণের ইঙ্গিত

এক বছরে লাফিয়ে বৃদ্ধি ভোটার তালিকায়, জনবিস্ফোরণের ইঙ্গিত

কলকাতা: বিধানসভা ভোটের আগে আজ, বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন৷ মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট ভোটার ৭ কোটি ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার হল ৩ কোটি ৬৭ লক্ষ ২ হাজার ৫৯০ জন৷ মহিলা ভোটার ৩ কোটি ৫১ লক্ষ ৪৫ হাজার৷ তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৪৩০৷  

আরও পড়ুন- করোনা সহ আরও চার রোগের জন্য কোয়ারেন্টাইনের ছুটি পাবে রাজ্য সরকারের কর্মীরা

শেষ লোকসভা নির্বাচনের সময় এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৬ কোটি ৯৮ লক্ষ ৬৩ হাজার ১৫২জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৫৮ লক্ষ ৮৩ হাজার ৪২জন। মহিলা ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৩৯ লক্ষ ৭৮ হাজার ৬৮৪ জন। সদ্য প্রকাশিত প্রকাশিত খসড়া তালিকা অনুসারে মহিলা ভোটারের সংখ্যা অনেকটাই বাড়তে চলেছে৷ খসড়া তালিকায় মহিলা ভোটারদের এই সংখ্যা বৃদ্ধি উল্লেখজনক মনে করছে কমিশন৷ এক বছরের মধ্যেই লাফিয়ে বেড়েছে ভোটারের সংখ্যা৷ 

সদ্য সমাপ্ত বিহার ভোটে মহিলাদের উপর সবচেয়ে বেশি কাজ করেছিল মোদী ম্যাজিক৷ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মহিলা ভোটাররা৷ রাজ্যেও মহিলা ভোটারদের মন পেতে কোনও কসুর রাখতে চায় না বিজেপি৷ বিহারের ফর্মুলা ব্যবহার করা হতে পারে বঙ্গেও৷ কেন্দ্রের মহিলা বান্ধব প্রকল্পগুলি ভোটারদের মন জয়ে করেছে৷ বাংলাতেও এই ফর্মুলা আনার কৌশল নিতে পারে গেরুয়া শিবির৷ 

আরও পড়ুন- উচ্চশিক্ষাও এনে দিতে পারেনি চাকরি, অবসাদগ্রস্ত ছেলে খুন করল বাবা-মাকে

অন্যদিকে, এই বছর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৪৩০৷ গত বছর তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ১ হাজার ২২৬ জন৷ এক্ষেত্রেও বেশ কিছুটা ভোটার সংখ্যা বেড়েছে৷ প্রতিটি ক্ষেত্রেই দীর্ঘ হয়েছে তালিকা৷ রিপোর্ট অনুযায়ী, গত বছর ভোটার তালিকায় নাম তুলতে সবার প্রথমে ছিল মুর্শিদাবাদ জেলা৷ দ্বিতীয় স্থানে ছিল দুই ২৪ পরগনা৷ তবে কয়েক লক্ষ ভোটার কার্ড  বাতিল করে দেয় কমিশন৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 14 =