করোনা সহ আরও চার রোগের জন্য কোয়ারেন্টাইনের ছুটি পাবে রাজ্য সরকারের কর্মীরা

করোনা সহ আরও চার রোগের জন্য কোয়ারেন্টাইনের ছুটি পাবে রাজ্য সরকারের কর্মীরা

কলকাতা: করোনা সহ পাঁচটি রোগকে সংক্রামক রোগের তালিকায় অন্তর্ভুক্ত করল রাজ্য সরকার৷    এই সকল রোগের ক্ষেত্রে করোনার মতোই ১৪ দিনের কোয়ারেন্টাইনের ছুটি দেওয়া হবে রাজ্য সরকারের কর্মীদের৷ বুধবার অর্থ দফতরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ 

আরও পড়ুন- উচ্চশিক্ষাও এনে দিতে পারেনি চাকরি, অবসাদগ্রস্ত ছেলে খুন করল বাবা-মাকে

কোভিড ১৯ ছাড়া বাকি চারটি সংক্রামক রোগ হল সার্স, মার্স, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং ক্রমিয়ান কঙ্গো হেমারোজিক৷ করোনার ক্ষেত্রে আগেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ এই মিয়ম মেনেই চলছিল নবান্ন৷ কোনও সরকারি কর্মী আক্রান্ত হলে তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হত৷ কর্মীদের পরিবারের কোনও সদস্য করোনা আক্রান্ত হলেও তাঁদের ছুটি দেওয়া হত৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনার মতো সার্স, মার্স, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং ক্রমিয়ান কঙ্গো হেমারোজিকও একইভাবে সংক্রামক৷ সরকারি কর্মী বা তাঁদের পরিবারের কোনও সদস্য এই রোগে আক্রান্ত হলে তাঁদের ১৪ দিন থেকে ২১ দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ করোনার জন্য যে সকল সুবিধা দেওয়া হয়ে থাকে, এই সকল রোগের ক্ষেত্রেও একই সুযোগ সুবিধা রাজ্য সরকারি কর্মীদের দেওয়া হবে৷ কোভিড-১৯ এর পাশাপাশি এই চারটি রোগকে বিশ্বস্বাস্থ্য সংস্থা সংক্রামক বলে ঘোষণা করার পর এগুলির ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হল৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতামত বিবেচনা করে WBSR বিধি ১৯৮ অনুসারে এই পাঁচটি অসুখকে সংক্রামক রোগের তালিকাভুক্ত করা হয়েছে৷ 

আরও পড়ুন- ‘গরুপাচারে যুক্ত মমতার পরিবার, ভাইপোর বড় অংশ আছে’, দাবি অধীরের

এই কোয়ারেন্টাইন পর্বকে ছুটি হিসাবেই গণ্য করা হবে৷ সংক্রমিত কর্মীরা দফতরে এলে বাকি কর্মীদেরও সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে৷ সেই কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নবান্নের৷ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে তিন দিন আলাদা থাকার কথাও উল্লেখ করা হয়েছে৷ করতে হবে পরীক্ষা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 6 =