দলের বার্তা উপেক্ষা করে ফের পৃথক রাজ্যের কথা বার্লার মুখে, নালিশ জানাবেন রাজ্যপালের কাছে

দলের বার্তা উপেক্ষা করে ফের পৃথক রাজ্যের কথা বার্লার মুখে, নালিশ জানাবেন রাজ্যপালের কাছে

কলকতা: দল যে বিভাজনের পক্ষে নয়, সেই বার্তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ এ বিষয়ে কড়া বর্তাও দেওয়া হয়েছে৷ কিন্তু নেতৃত্বের সেই বার্তা উপেক্ষা করেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে একই ভাবে সোচ্চার বিজেপি সাংসদ জন বার্লা৷ তাঁর দাবি, উত্তরবঙ্গের মানুষের উপর, বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয়েছে৷ অসম সীমান্তে অত্যাচারিত হচ্ছেন বিজেপি কর্মীরা৷ এই বিষয়ে রাজ্যপালের কাছেও নালিশ জানাবেন তিনি৷ 

আরও পড়ুন- IAS হতে হতে না পেরে অপরাধ জগতে পা! মেধাবী দেবাঞ্জনের জীবন যেন চিত্রনাট্য

প্রসঙ্গত, দিল্লি সফর থেকে ফিরেই দার্জিলিংয়ে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আপাতত তিনি উত্তরবঙ্গেই রয়েছে৷ এদিন বার্লা বলেন,  ওঁনার কাছে গিয়ে সমস্ত সমস্যার কথা জানাব৷ বিজেপি কর্মীদের উপর কী ভাবে অত্যাচার চলছে, সে কথা দিল্লিতে পৌঁছে দেব৷ মানুষ ঘরবাড়ি ছেড় আশ্রয়হীন হয়ে পড়েছে৷ এই অত্যাচার থেকে মুক্তি পেতেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি জানিয়েছিলাম৷ বার্লার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, ‘‘উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বঞ্চনা হলে আমরা ভাবব৷ কেউ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য দাবি করেনি৷’’ 

আরও পড়ুন- এখনই উপনির্বাচন হতে পারে, ৭ দিন প্রচারের সময় দিলেই হবে: মমতা

অন্যদিকে ফিরহাদ হাকিম বলেন, ‘‘ওঁনারা আগে ঠিক করুক কী করবে৷ বঙ্গ ভাগের পক্ষে না বিপক্ষে৷ তবে আমরা বাংলাকে ভাগ হতে দেব না৷ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত আমরা বাংলার মানুষকে এক সুতোয় গাঁথব৷ ’’ প্রসঙ্গত, এর আগে বার্লাকে একহাত নিয়ে সুখেন্দু শেখর রায় বলেছিলেন, ‘‘গুজরাতে সৌরাষ্ট্র সহ একাধিক রাজ্য ভাগ করে নতুন রাজ্য গঠনের দাবি ইতিমধ্যেই উঠেছে৷ বিজেপি আগে সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করুক৷’’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − six =