‘পার্টি অফিসের চেয়ার ভাঙলে পুলিশের মাথা ভেঙে দেব’, অনুব্রতর সুরে হুমকি কাজলের

‘পার্টি অফিসের চেয়ার ভাঙলে পুলিশের মাথা ভেঙে দেব’, অনুব্রতর সুরে হুমকি কাজলের

কলকাতা:  আগামীদিনে পার্টি অফিসে যদি একটা চেয়ারও ভাঙে, তাহলে পুলিশের মাথা ভেঙে দেওয়া হবে৷ দলের ছেলেরা মার খাবে আর তিনি চুপ করে বসে দেখবেন, এমন ভালো লোক তিনি নন৷ পুলিশকে মনে রাখে হবে, ২ মে’র পর নির্বাচন কমিশন থাকবে না৷ এই সুরেই পুলিশকে হুমকি দিলেন খড়দার তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সেই ভিডিয়ো৷ গতকাল কর্মীসভায় অনুব্রত মণ্ডলের সুরেই পুলিশকে হুমকি দেন কাজল সিনহা৷ যদিও পরে এই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন তিনি৷ 

আরও পড়ুন-  হাইপ্রোফাইল ডেবরায় মুখোমুখি প্রাক্তন দুই IPS, জানেন হুমায়ুন কবীরের সম্পত্তি কত?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে কাজল সিনহাকে বলতে শোনা যায়, ‘‘আমি পুলিশকে বলেছি এর পর পার্টি অফিসে একটা চেয়ারও যদি ভাঙে, আমি আপনার মাথাটা ভেঙে দিয়ে আসব৷ আমাকে যারা চেনেন, তারা জানেন, আমি যা বলি তাই করি৷ আমি এত কিছু ভাবি না৷ আমার ছেলেরা মার খাবে, আর আমি চুপ করে খাকব, আমি এত ভদ্রলোক নই৷ পুলিশ যদি নির্বাচন কমিশন যুযুর ভয়ে কোনও অত্যাচার করে, সেই অত্যাচারটা পুলিশকেও সহ্য করতে হবে৷’’ 

এই ঘটনা প্রসঙ্গে অর্জুন সিং বলেন, ‘‘পুলিশকে মারবে আবার সেই পুলিশকই দলদাস হয়ে থাকতে হবে৷ পুলিশেরও বোঝা উচিত, এই ধরনের মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত হলে কী ভাবে প্রশাসন চালানো হবে৷ এই বিষয়ে নির্বাচন কমিশনকে জানাব৷ সেই ব্যবস্থাই করছি৷ নির্বাচন কমিশনের কাছে পুরো ভিডিয়োটা পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে৷ মানুষের পায়ের তলা থেকে যখন মাটি সরে যায়, তখন এই ধরনের মন্তব্য করে৷’’ 

অন্যদিকে, এই খবর সম্প্রচারিত হতেই ক্ষমা প্রার্থনা করলেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা৷ তিনি বলেন, ‘‘পার্টি অফিসে পুলিশ ঢুকে ২-৩ জনকে আটক করে এবং পুলিশ পার্টি অফিসের চেয়ার টেবিলগুলো ভেঙে দেয়৷ আবেগতাড়িত হয়ে মুখ ফসকে এই ধরনের কথা বলে ফেলেছি৷ সেই জন্যে আমি মানুষের কাছে ক্ষমা চাইছি৷ আমি অন্য ভাবেও বলতে পারতাম৷ তবে মুখ ফসকে বলে ফেলছি৷ নিশ্চিত ভাবেই অন্যায় করেছি৷’’ 

আরও পড়ুন- ভোট উত্তাপে ফুটছে বাংলা! কার দখলে কটি আসন? জানিয়ে দিল সি ভোটার সমীক্ষা

আবার এই ঘটনা প্রসঙ্গে উত্তর ২৪ পরগণার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘এটা বৃহত্তম দল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দল ১০ বছর ক্ষমতায় আছে৷ এটা ২৩-২৪ বছরের পুরনো দল৷ ক্ষোভ থাকতেই পারে৷ তবে আমাদের সকল নেতাই কর্মঠ৷ পরিশ্রম করে উঠে এসেছে৷ একটু মানিয়ে নিলেই সব সমস্যার সমাধান করে ফেলতে পারবে৷’’   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =