ক্ষমতায় এলে হবে স্বচ্ছ নিয়োগ, স্থায়ী চাকরি, বাড়বে বেতন, আশ্বাস মোদীর

ক্ষমতায় এলে হবে স্বচ্ছ নিয়োগ, স্থায়ী চাকরি, বাড়বে বেতন, আশ্বাস মোদীর

4e0544d0b0043a97d125d95e3f03cdae

পুরুলিয়া: পুরুলিয়ার সভা থেকে রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে ঝাঁঝালো আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দিলেন নিয়োগের বড় আশ্বাস৷ ক্ষমতায় আসলে স্বচ্ছ ভাবে নিয়োগ করার প্রতিশ্রুতি দিলেন তিনি৷ 

আরও পড়ুন-  ভোট এলেই ক্যাশ নিয়ে বেরিয়ে পড়ে বিজেপি! গড়বেতায় খুনও‌ কমেছে, তথ্য দিলেন মমতা

নমো বলেন, বাংলায় বিজেপি সরকার গঠন করলে সবার আগে যুব সমাজের রোজগারের উপর জোড় দেওয়া হবে৷ এখানে নিয়োগ পরীক্ষায় তৃণমূল সরকার যে খেলা খেলেছে, সেই সব খেলা বন্ধ করা হবে৷ যে সকল যুবক-যুবতী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেওয়ার পর বছরের পর বছর ধরে নিয়োগের অপেক্ষা করছে, তাদের সমস্যাও দূর করা হবে৷ রাজ্য সরকারে যে সকল চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, তাঁদের কথাও ভাবা হবে৷ যাতে তাঁরা তাঁদের দক্ষতা বাড়াতে, বাংলার বিকাশে আরও বেশি করে যোগদান করতে পারে৷ 

তিনি বলেন, রাজ্য সরকারের বাকি কর্মচারীদেরও অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চেত রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ কিন্তু বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সমস্ত অসঙ্গতি দূর করা হবে৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকারের নীতি হল, ডিবিটি৷ অর্থাৎ ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার৷ কিন্তু রাজ্য সরকারের নীতি হল টিএমসি৷ অর্থাৎ ট্রান্সফার মাই কমিশন৷ তিনি বলেন, আমরা সরাসরি বেনিফিট দেওয়ার কথা বলে থাকি৷ কিন্তু তৃণমূল কমিশন নিতেই ব্যস্ত৷ এখানে আয়ুষ্মান ভারত লাগু করা হয়নি, কৃষকদের ব্যাঙ্ক অ্যকাউন্টে টাকা পৌঁছতে দেওয়া হয়নি৷ কারণ এখানে ট্রান্সফার মাই কমিশন নেই৷ পশ্চিমবাংলার বিকাশ, যুব সমাজের উন্নয়ন, আদিবাসীদের অধিকার, মায়েদের সম্মান চাইলে বিজেপি সরকারকে ক্ষমতায় আনতে হবে৷ 

আরও পড়ুন- ‘ঘরের দুয়ারে সাপ, বাঘ লুকিয়ে থাকে, ঢুকতে দেওয়া যাবে না’, সতর্কবার্তা মমতার

প্রধানমন্ত্রী বলেন, আপনাদের এই উদ্দীপনা প্রত্যেক সিন্ডিকেট, প্রত্যেক তোলাবাজদের হুঁশ উড়িয়ে দিচ্ছে৷ সারা বাংলার, জঙ্গলমহলের, পুরুলিয়ার মানুষের সাফ বার্তা, চুরির খেলা চলবে না৷ তৃণমূলের যাওয়ার কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে৷ কুশাসন থেকে বাংলার মুক্তি পাওয়ার সময় উপস্থিত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *