‘শোভনের বিপদে আর কখনও যাব না,’ জানিয়ে দিলেন ‘অপমানিত’ রত্না

‘শোভনের বিপদে আর কখনও যাব না,’ জানিয়ে দিলেন ‘অপমানিত’ রত্না

কলকাতা: ‘বন্ধু’ শোভনের সঙ্গে নিজের নাম জড়িয়ে নতুন পর্ব শুরু করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ দু’জনের ছবি দিয়ে লিখেছেন,  ‘The journey from Me to We begins…৷ শোভন-বৈশাখীর নয়া ইনিংসে বিরক্ত রত্না চট্টোপাধ্যায়৷  ‘শোভনের বিপদে আর কোনও দিন যাব না’, প্রতিক্রিয়া তাঁর৷ 

আরও পড়ুন- ধনকড়ের দিল্লি সফরের মাঝেই রাজ্যপাল বদলের জল্পনা, উঠে আসছে কার নাম?

শোভন-বৈশাখী প্রসঙ্গে কথা বলতে গিয়ে রত্নার গলায় ঝরে পড়ল উষ্মা৷ তিনি বলেন, ‘‘ওঁদের নিয়ে কোনও কথা বলতে চাই না৷ ওদিকটা ভাবতে গেলে আমার অনেক কাজ নষ্ট হয়ে যাবে৷ আমি এখন একটি কেন্দ্রের বিধায়ক৷ মুখ্যমন্ত্রী আমার উপর কাজের দায়িত্ব দিয়েছেন৷ সেটাই করতে চাই৷ ওঁদের যা ইচ্ছে করুক৷’’ তবে তিনি যে আর শোভনের বিপদে আর কখনও এগিয়ে যাবেন না, সে কথাও সাফ জানিয়ে দিয়েছেন৷ তাঁর কথায়, ‘অপমানিত হওয়ার একটা সীমা আছে৷’ প্রসঙ্গত, গত ১৭ মে নারদ মামলায় শোভন গ্রেফতার হওয়ার পরই ছুটে গিয়েছিলেন রত্না৷ ছুটে গিয়েছিল তাঁদের পুত্র ঋষিও৷ শোভনের  চিকিৎসার বন্দোবস্ত থেকে আইনি ব্যবস্থা সবটাই করেছিলেন রত্না ও তাঁদের ছেলে ঋষি৷ কিন্তু এবার কোনও বিপদ হলে তিনি আর এগিয়ে যাবেন না, স্পষ্ট জানালেন বেহাল পূর্বের বিধায়ক৷ 

বৈশাখী প্রসঙ্গে তিনি বলেন, ওদের কোনও কিছুই আমি দেখি না৷ সবটাই অন্যের মুখে শোনা৷ রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এখনও আইনি বিচ্ছেদ হয়নি শোভনের৷ কিন্তু ২০১৭ থেকেই আলাদা রয়েছেন তাঁরা৷ গতকাল  ‘বন্ধু’র নাম জুড়ে হলেন ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়’ হয়েছেন বৈশাখী৷ শুধু নামই বদলাননি৷ বদলে গিয়েছে তাঁর প্রোফাইলের ছবিও৷ যেখানে বন্ধু শোভন আর তিনি একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন হাসিমুখে৷ সোশ্যাল মিডিয়ায় বৈশাখীর এই আপডেট দেখার পরেই প্রশ্ন উঠেছে, তবে কি নিজেদের সম্পর্ককে নতুন পরিচয় দিতে চলেছেন শোভন-বৈশাখী? কারণ এরই মধ্যে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =