‘যতক্ষণ না আপনাকে হারাচ্ছি, বারবার ঠাকুরনগরে আসব’, মমতাকে চ্যালেঞ্জ শাহের

‘যতক্ষণ না আপনাকে হারাচ্ছি, বারবার ঠাকুরনগরে আসব’, মমতাকে চ্যালেঞ্জ শাহের

কলকাতা:  ঠাকুরনগরে পা রেখেই আক্রমণাত্মক অমিত শাহ৷ মমতাকে বিঁধে পরিবর্তনের ডাক দিলেন তিনি৷ বললেন, মমতার আমলে বাংলা ধ্বংস হয়ে গিয়েছে৷

আরও পড়ুন-  খালি বুয়া-ভাতিজা? আপনার ছেলে কী করে? কী করে এল এত টাকা: মমতা

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘‘কিছু কারণে আগের বার আমার ঠাকুরনগর সফর বাতিল হয়ে গিয়েছিল৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাতে নিশ্চয় খুশি হয়েছিলেন৷ কিন্তু আমি ঠাকুরনগরে আসব৷ যতক্ষণ না আপনাকে পরাজিত করছি বারবার আসব৷’’ সুর চড়িয়ে শাহ বলেন, ‘‘মতুয়া সমাজের মানুষরা যে ভাবে আজ উপস্থিত হয়েছেন তা প্রমাণ করে আগামী দিনে বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকারই আসবে৷’’ তিনি বলেন, ‘‘শান্তনু ঠাকুরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি নিশ্চয় আসব৷ সিএএ নিয়ে যাঁরা বিভ্রান্তি তৈরি করছে, তাঁদের নিজের মুখে কঠোর জবাব দেব৷’’

অমিত শাহ বলেন, ‘‘বাম জমানায় শুরু হওয়ার হিংসার পরম্পরা মমতা বন্দ্যোপাধ্যায় রুখতে পারেননি৷ এই পরম্পরা শেষ করে বাংলার বিকাশ ঘটাবে ভারতীয় জনতা পার্টি৷ আপনারা নিশ্চিন্তে থাকুন৷ মতুয়াদের যথাযোগ্য সম্মান দেবে বিজেপি৷’’ দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে বিজেপি৷ পাঁচ বছরে গরিবদের ঘরে বিদ্যুৎ, রান্নার গ্যাস, শুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার৷ চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করেছে৷ এই প্রকল্পে প্রত্যেক গরিব মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ পায়৷ কিন্তু বাংলায় এই প্রকল্প লাগু হতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই এবার উল্টো গোনা শুরু হয়ে গিয়েছে৷ নির্বাচন শেষ হতেই আপনার বিদায় নিশ্চিত৷ বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই আয়ুষ্মান ভারত যোজনা বাংলার গরিব মানুষদের দেওয়া হবে৷

আরও পড়ুন- ‘আমি গোলরক্ষক, দেখব কটা গোল দিতে পারেন!’ বিজেপিকে খোলা চ্যালেঞ্জ ‘দিদি’র

এছাড়াও বাংলার কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ৬ হাজার টাকা থেকে বঞ্চিত হচ্ছে৷ রাজ্য সরকার বলছে, তালিকা তৈরি করা হচ্ছে৷ শাহ বলেন, ‘‘তালিকা বানাতে বানাতে কতগুলো বছর কেটে গেল মমতা দিদি৷ আর কষ্ট করতে হবে না৷ আমরাই বানিয়ে নেব৷’’ এখানে এমন সরকার চাই যে মোদীজির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =