‘আমি গোলরক্ষক, দেখব কটা গোল দিতে পারেন!’ বিজেপিকে খোলা চ্যালেঞ্জ ‘দিদি’র

‘আমি গোলরক্ষক, দেখব কটা গোল দিতে পারেন!’ বিজেপিকে খোলা চ্যালেঞ্জ ‘দিদি’র

কলকাতা: “আসুন না… হয়ে যাক একটা খেলা!” সামাজিক প্রতিনিধি সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের পেক্ষাপটে ভারতীয় জনতা পার্টি শিবিরকে খোলা চ্যালেঞ্জ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, বিজেপিকে তিনি ভয় পান না। ‌খেলতে হলে রাজনৈতিক ভাবে খেলতে হবে। এই প্রেক্ষিতে ব্রিগেডে সভা করার জন্য খোলা চ্যালেঞ্জ দিলেন তিনি। একইসঙ্গে মমতা একহাত নিলেন কংগ্রেস এবং সিপিএমকে।

এদিন বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “খেলা অত সহজ নয়। আসুন না, হয়ে যাক একটা খেলা। গণতন্ত্রের খেলা। পরীক্ষার খেলা, রাজনীতির খেলা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করবেন? একদিকে আপনারা থাকবেন… কংগ্রেস এবং সিপিএমকেও সাথে দিয়ে দিলাম। জগাই-গদাই-মাধাই একসঙ্গে থাকবে। আর তৃণমূল কংগ্রেস একা থাকবে। আর আমি কিন্তু গোলরক্ষক। আমি কিন্তু অন্য কোন কাজ করবো না। আমি শুধু দেখবো কটা গোল আপনারা দিতে পারেন। খেলায় কে জেতে আর খেলায় কে হারে।” একই সঙ্গে মমতার খোঁচা, বিজেপি সব সময় বলে যাচ্ছে মোদীজি নাকি টাকা দিয়েছে আর সরকারে নাকি টাকা খেয়ে নিয়েছে। মমতার প্রশ্ন, মোদীজি কি পকেট থেকে টাকা দিয়েছে? একটা সরকার অন্য সরকারকে টাকা দিয়েছে। 

মমতা আরও বলেন, বাংলায় যারা আসবেন এখানে সবাইকে স্বাগত জানানো হয়। কিন্তু আজ স্বরাষ্ট্রমন্ত্রী এসে যে মনোভাব পোষণ করলেন এবং যে ধরনের কথা ব্যবহার করলেন তাতে মনে হল তিনি ধমকি দিতে এসেছেন। মমতার কথায়, তাঁকে ভ্রষ্টাচারী আর দুর্নীতিপরায়ণ বলা হচ্ছে, এদিকে বিজেপি নিজেরা কৃষকদের সম্মান কেড়ে নিয়েছে এবং তাদের ভয় দেখাচ্ছে। প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যাওয়া দল হচ্ছে বিজেপি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি বিজেপির মত শুধু প্রতিশ্রুতি দেন না, কাজ করেন। বিজেপিকে চরম কটাক্ষ করে এদিন তিনি এও মন্তব্য করেন, ফুচকা খাওয়ার ক্ষমতা নেই ওদের, এদিকে ফুলকো লুচি খেতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 3 =