‘দেখিয়ে দিলাম আমি স্ট্যান্ড করেছি..’, শোভনকে বার্তা রত্নার

‘দেখিয়ে দিলাম আমি স্ট্যান্ড করেছি..’, শোভনকে বার্তা রত্নার

e6565c825190920008b0583ae1e6782b

কলকাতা:  আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ১৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের দাবি ১০ হাজার ২০৬ ভোটে জয়ী হয়েছেন তিনি৷ শোভন-পত্নী এদিন বলেন, ‘‘সরকারি ভাবে ঘোষণা হয়নি৷ তবে আমার কাছে যা খবর আছে তাতে ১০ হাজার ২০৬ ভোটে আমি জিতে গিয়েছি৷ এই জয় ১৩১ নম্বর ওয়ার্ডের মানুষের জয়৷’’

আরও পড়ুন- রেকর্ড ভোটে জয়! এবার কি বিধানসভার পথে অনন্যা?

প্রসঙ্গত, এই ওয়ার্ডেরই ভোটার কলকাতার প্রাক্তন মেয়র তথা রত্না চট্টোপাধ্যায়ের স্বামী শোভন চট্টোপাধ্যায়৷ ফলে গোটা কলকাতার নজর ছিল এই ওয়ার্ডের দিকে৷ কিন্তু রবিবার ভোট দিতে আসেননি শোভনবাবু৷ বরং তিনি দিন কাটিয়েছেন সংবাদমাধ্যমে চোখ রেখে৷ ভোট না দেওয়ার কারণ হিসাবে বলেছেন, ‘প্রার্থী না-পসন্দ’৷  এ প্রসঙ্গে এদিন রত্না বলেন, ‘‘শুনলাম উনি বলেছেন প্রার্থী পছন্দ হয়নি৷ ওঁর প্রার্থী পছন্দ হয়নি৷ কিন্তু ১৩১ নম্বর ওয়ার্ডের মানুষের প্রার্থী পছন্দ হয়েছে৷ এর আগে এত ভোটে কেউ জেতেনি৷ রেকর্ড ভোটে জিতলাম৷’’

সেই সঙ্গে রত্না আরও বলেন, ‘‘ওঁকে আমি একটাই বার্তা দিতে চাই৷ উনি বাড়ি ছেড়ে যাওয়ার সময় আমার মেয়েকে বলে গিয়েছিলেন, আমি দেখে নেব তোমার মা আমাকে ছাড়া কী ভাবে প্রতিষ্ঠিত হতে পারেন৷ আমি দেখিয়ে দিলাম আমি স্ট্যান্ড করেছি৷’’ উল্লেখ্য, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে রত্নার৷ শোভন বাড়ি ছাড়ার পর ছেলে ও মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে একাই থাকেন তিনি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *