রেকর্ড ভোটে জয়! এবার কি বিধানসভার পথে অনন্যা?

রেকর্ড ভোটে জয়! এবার কি বিধানসভার পথে অনন্যা?

23680cba74495bf74103da967766230a

কলকাতা:  পুরভোটের প্রচারে আগাগোড়া নজর কেড়েছিলেন অনন্যা বন্দ্যোপাধ্যায়৷ প্রচারপর্বে তিনি ছিলেন বর্ণময়৷ প্রচার শেষ করেছিলেন ধামসার তালে (ধামসা বাজিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস) কোমর দুলিয়ে৷ যা নেটপাড়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল৷ সম্ভবত সেই কারণেই তাঁর বিরুদ্ধে উঠেছিল কোভিড বিধি ভঙ্গ করার অভিযোগ৷ আবার ১০৯ নম্বর ওয়ার্ডে সুসজ্জিত ট্যাবলো নিয়ে তাঁর মিছিলকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা৷ তবে বিরোধীরা যত সমালোচনাই করুক না কেন, জয় রোখা গেল না৷ 

আরও পড়ুন- শহর পেল ‘বন্দ্যোপাধ্যায়’ পরিবারের আরও এক জনপ্রতিনিধি, জিতলেন কাজরী

কলকাতা পুরভোটে ৩৭ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়৷ শুরু থেকেই অনেকটা এগিয়ে যান তিনি৷ বলা ভাল প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না অনন্যা৷ রেকর্ড ভোটে জয়ী হলেন তিনি৷  পুরভোটে বিপুল জয়ের পর রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন, আগামী বিধানসভা ভোটে হয়তো তৃণমূলের মনোনয়ন পাবেন তিনি৷ সেই পথেই আরও একধাপ এগিয়ে গেলেন কলকাতা পুরসভার দু’বারের জয়ী কাউন্সিলার৷ 

একদা বাম দুর্গ হিসাবে পরিচিত ছিল যাদবপুর৷ ২০১৫ সালে যাদবপুর এলাকা থেকে অনন্যাকে প্রার্থী করে তৃণমূল৷ লড়াই হয় ত্রিমুখী৷ অনন্যার বিরুদ্ধে আরও এক অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়কে প্রার্থী করে বিজেপি৷ কিন্তু তাঁদের পিছনে ফেলে পুরসভায় পা রাখেন অনন্যা৷ 

একদা কলকাতা সুন্দরীর খেতাব জতেছিলেন অনন্যা৷ ছিলেন বিমানসেবিকাও৷ ২০১১ সালে রাজ্যে পালা বদলের আগে থেকেই তিনি রাজনীতিতে আসার চেষ্টা শুরু করেন৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা চেষ্টাও করেছিলেন। তবে সে ভাবে সুযোগ পাননি কাজ করার৷ ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে তাঁকে মহিলা তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা হয়। সেখান থেকেই শুরু হয় তাঁর রাজনৈতিক সফর৷ প্রথমবার ভোটে দাঁড়িয়েই কাউন্সিলার হন অনন্যা। দ্বিতীয়বার জয়ের পর অনেকেই মনে করছেন, এবার হয়তো বিধানসভার পথে পা বাড়াবেন প্রাক্তন কলকাতা সুন্দরী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *