ফালাকাটা: বিধানসভা নির্বাচনের প্রচারে এদিন উত্তরবঙ্গে একের পর এক জনসভা করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের দিনহাটায় জনসভা করার পর আলিপুরদুয়ার জেলার অন্তর্গত ফালাকাটায় জনসভা করেন তিনি। সেখানে যেমন একদিকে তিনি বিগত বছরগুলোতে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের খতিয়ান বয়ান করেন, তেমনি স্পষ্ট জানিয়ে দেন, এই ১০ বছর তিনি কাউকে কখনো মারপিট করতে দেননি। অতএব উত্তরবঙ্গ আগের থেকে অনেক শান্ত বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, ২৯১ আসলে তৃণমূল কংগ্রেস লড়াই করছে এবং পাহাড়ের আসনগুলিতে তাদের বন্ধুরা আছে লড়াইয়ের জন্য। কিন্তু সব জায়গায় তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন দিচ্ছে। এর পাশাপাশি দার্জিলিং প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে পর্যন্ত দার্জিলিঙে রক্ত পড়েছে, কিন্তু বিগত বছরগুলোতে সব বন্ধ হয়ে গেছে। শান্তি ফিরে এসেছে পাহাড়ে। এই প্রেক্ষিতে তিনি বলেন, তিনি বিগত বছরগুলোতে কাউকে কারোর সঙ্গে মারপিট করতে দেননি, তিনি শুধু চেয়েছেন সবাই যাতে সকলের সঙ্গে মিলে ভালো থাকে। এছাড়াও তিনি জানিয়েছেন, রাজবংশী ভাষাকে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং কখনও জাতপাত নিয়ে রাজনীতি করেননি। পাশাপাশি বলেন, আগামী দিনে আলিপুরদুয়ারে তৈরি হবে রাজবংশী কালচারাল বিল্ডিং। এর আগে ৫০০ রাজবংশী শিল্পীকে সাহায্য করেছে তৃণমূল কংগ্রেস সরকার।
আরও পড়ুন- আমি নন্দীগ্রাম থেকেই জিতব আর আপনার মুখে চুনকালি ফেলব, মোদীকে হুঁশিয়ারি মমতার
এদিকে বিজেপিকে এক হাত নিয়ে দিনহাটায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, নির্বাচন পর্যন্ত সহ্য করবেন তবে নির্বাচনী হেরে যাওয়ার পর তিনি দেখবেন এই সব গুন্ডা গুলো কোথায় যায়! মমতার হুঁশিয়ারি, যেখানে যাবে সেখানে থেকে টেনে আনবেন তিনি। এর পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, শান্তিপূর্ণ নির্বাচন চান তাই জন্য নির্বাচন চলাকালীন তিনি কিছু করবেন না। তবে একবার নির্বাচন শেষ হলে তিনি দেখে নেবেন এই গুন্ডা গুলো কী করে।