আমি নন্দীগ্রাম থেকেই জিতব আর আপনার মুখে চুনকালি ফেলব, মোদীকে হুঁশিয়ারি মমতার

আমি নন্দীগ্রাম থেকেই জিতব আর আপনার মুখে চুনকালি ফেলব, মোদীকে হুঁশিয়ারি মমতার

দিনহাটা:  নন্দীগ্রামের ভোট পর্ব মিটতেই ফের প্রচারে ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷  কোচবিহারের দিনহাটা থেকে নরেন্দ্র মোদী-অমিত শাহকে একহাত নিলেন তিনি৷ 

আরও পড়ুন-  দুর্বল এজেন্ট চাই না, নন্দীগ্রামের ঘটনা প্রসঙ্গে খোঁচা মমতার, লড়াই করলেই পুরস্কারের আশ্বাস

এদিন মমতা বলেন, আহগামী ৬ এপ্রিল তামিলনাড়ুতে ভোট রয়েছে৷ সেখানে অমিত শাহ গোষ্ঠী স্ট্যালিনের সমস্ত আত্মীয়ের বাড়িতে ইনকামট্যাক্স হানা করাচ্ছে৷ কিন্তু উত্তরপ্রদশ, বিহার, মধ্যপ্রদেশে কোনও আয়কর হানা হয় না৷ একই কাজ তাঁরা বাংলাতেও করছে৷ বিজেপি বিরোধীদের বাড়িতে রেড করা হচ্ছে৷ সিআরপিএফ-কে দিয়ে অত্যাচার করানো হচ্ছে৷ এর পরেই সিআরপিএফ-বিএসএফকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, দু’দিন বাদে অমিত শাহ পালিয়ে যাবে৷ এখানে আমরাই সরকার করব৷ ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে ৬৩টি এফআইআর করেছে সাধারণ মানুষ করেছে৷ তাই সাবধান৷ 

বহিরাগত গুণ্ডা প্রসঙ্গে নন্দীগ্রামের ঘটনা উল্লেখ করে তৃণমূল সুপ্রিমো বলেন, গতকাল একটি জায়গায় বাইরে থেকে আনা বিজেপি’র চারটে গুণ্ডা আমাকে বলছে ‘ইধার সে ভাগো’৷ কত ঔদ্ধত্য৷ আমি বললে সেই মুহূর্তে ওদের ঘিরে ফলতো আমার লোকজন৷ কিন্তু আমি শান্তিপূর্ণ ভোট চাই বলেই সব সহ্য করছি৷ তবে নির্বাচন পর্যন্ত সহ্য করব৷ ভোটে ওরা হারার পর দেখব, এই গুণ্ডারা কোথায় যায়৷ যেখানে যাবে সেখান থেকেই টেনে আনব৷ কেসকে ফেস করতে হবে৷ অমিত শাহ কী ভাবে বাঁচাবে দেখব৷ উনি নিজে তখন কোথায় থাকবেন, সেটা আগে ঠিক করুক৷ 

আরও পড়ুন- নন্দীগ্রাম থেকে হারছেন দিদি, উত্তরবঙ্গ থেকে আগাম হুঙ্কার অমিত শাহের

তোপ দেগে তিনি বলেন, ‘‘একটা লোক দেশ না চালিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রক না চালিয়ে শুধু গুন্ডাগিরি করে৷ প্রধানমন্ত্রীকে বলব আগে নিজের স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোল করুন৷ আমি আপনার দলের লোক নই যে আমাকে কন্ট্রোল করবেন৷ আর আমি আপনার দলের লোক নই যে আমাকে পরামর্শ দেবেন অন্য জায়গা থেকে ভোটে দাঁড়াতে৷ আমি নন্দীগ্রামে দাঁড়িয়েছি, নন্দীগ্রামেই জিতব৷ এবং আপনাদের মুখে চুনকালি ফেলব৷’’ কিনি আরও বলেন, ‘‘আপনার বুদ্ধি নিয়ে আমি কাজ করতে রাজি নই৷ আমি মানুষের বুদ্ধিতে কাজ করব৷’’ তাঁর কথায়, বিজেপি’র মণ্ডল কমিটির পরামর্শ অনুযায়ী নিজেদের সুবিধা মতো ভোটের তারিখ ফেলা হয়েছে৷ যাতে আমরা সভা করতে না পারি৷ তবে আমরাও এত বোকা নই৷ অমিত শাহ-নরেন্দ্র মোদী জেনে রাখুন, ঈশ্বর-আল্লাই সবচেয়ে বড় শক্তি৷ তাই কাল নন্দীগ্রামে ছিলাম, আর আজ এসেছি কোচবিহারে৷ আমার সঙ্গে পেরে ওঠা মুশকিল৷ তাই এমন খেলবেন যাতে বিজেপি বোল্ড আউট হয়ে যায়৷ 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + nineteen =