কলকাতা: বাইশ গজ থেকে এবার রাজনীতির মঞ্চে মনোজ তিওয়ারি৷ হুগলীর জনসভায় তৃণমূলে যোগ দিতে চলেছেন তিনি৷ আজ সাহাগঞ্জের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শাসক দলে আনুষ্ঠানিক ভাবে অভিষেক হবে বাংলার প্রাক্তন অধিনায়কের৷ তিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়েও৷ ক্রিকেটের মাঠ থেকে এবার রাজনীতির দুনিয়ায় পা রাখতে চলেছেন মনোজ৷
আরও পড়ুন- মাদককাণ্ডে নয়া মোড়, পুলিশের নজরে রাকেশের ছায়াসঙ্গী জীতেন্দ্র!
কেন খেলধুলোর দুনিয়া থেকে রাজনীতির দুনিয়ায় পা রাখছেন মনোজ? এর জবাবে বাংলার প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েই রাজনীতিতে আসছি৷ আজ তৃণমূলে যোগ দেব৷ মমতা বন্দ্যোপাধ্যায়ই রাজনীতিতে আসার প্রধান কারণ৷’’ বাস্তব পরিস্থিতিকে মেনে নিয়ে তিনি আরও বলেন, ‘‘আমার ৩৫ বছর হয়ে গিয়েছে৷ দেশের হয়ে খেলার সুযোগ আসবে কিনা জানি না৷ এখন যে সেটআপ রয়েছে, সেখানে ভারতীয় দলে জায়গা করা খুবই কঠিন৷’’ তবে তিনি এটাও জানেন, আসন্ন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে৷
তাঁর কথায়, অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছেন৷ এত বছর তৃণমূল করার পর তাঁরা সুযোগ বুঝে অন্য দিকে চলে যাচ্ছে৷ সেটা আমার একেবারেই পছন্দ নয়৷ আমি রাজনীতি করতে নামছি৷ তবে এখন যে খেলা চলছে সেই খেলা খলতে চাই না৷ মানুষ আমার খেলা দেখে ভালোবেসেছে৷ তাই এমন কোনও শব্দ বলতে চাই না যা তাঁদের কষ্ট দেবে৷ সেটা মাথায় রাখব৷’’
আরও পড়ুন- পেঁয়াজের দামে ফের আগুন, চিন্তিত বাঙালি
ভোটের মুখে একের পর এক নেতা যখন তৃণমূল ছেড়ে বিজেপি’তে নাম লেখাচ্ছেন, তখন শাসক শিবিরে নাম লেখাতে চলেছেন মনোদ তিওয়ারি৷ লক্ষ্মীরতন শুক্লার পর বাংলার ক্রিকেটার হিসাবে তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি৷ মনোজের পাশাপাশি ইস্টবেঙ্গলের এক প্রাক্তন ফুটবলারও এদিন তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর। এর আগে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিয়েছিলেন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ন কবির৷