কলকাতা: গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়ার ৫৭ দিনের মাথায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই। আসানসোল সিজেএম আদালতে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে তাতে তাঁর বিপুল সম্পত্তির কথা উল্লেখ আছে বলে জানা গিয়েছে। কিন্তু কত সম্পত্তি? সূত্রের খবর, ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিট সহ ৫৩ টি দলিলের উল্লেখ করেছে সিবিআই। এছাড়াও চার্জশিটে প্রায় ২৫ টি বেনামি দলিলের কথা উল্লেখ করা হয়েছে। সিবিআই দাবি করছে, অনুব্রত তো বটেই, তাঁর পরিবারের সদস্যদের মিলিত সম্পত্তি এটি।
আরও পড়ুন- অর্থ কমছেই না! ব্যবসায়ী আমিরের আরও ২০ কোটি টাকা উদ্ধার
এদিন তিনটি সাপ্লিমেন্টারি চার্জশিট মিলিয়ে মোট চারটে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এই চার্জশিটে মোট ১২ জনের নাম রয়েছে৷ সম্পত্তি ছাড়াও এখানে তিনটি চালকলের কথা বলা হয়েছে। চালকলগুলির নামে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও তুলে ধরা হয়েছে। গরু পাচার মামলায় প্রথম চার্জশিট জমা পড়েছিল ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি। এর আগে যে চার্জশিট জমা দেওয়া হয়েছিল, তাতে সরাসরি অনুব্রতর কথা উল্লেখ ছিল না। বলা হয়েছিল, অনুব্রতর দেহরক্ষী সায়গলের মাধ্যমে এনামুলের কাছ থেকে টাকা আসত। কিন্তু কার হাতে সেই টাকা যেত, সে কথা বলা হয়নি৷
পরে তৃণমূল নেতাকে গ্রেফতার করার পর তাঁর একাধিক সম্পত্তির কথা জানতে পারে সিবিআই। তাঁর ফিক্সড ডিপোসিট বাজেয়াপ্ত করা হয়েছিল, এছাড়া বোলপুরের যে ব্যাঙ্কে তাঁর টাকা থাকত সেই ব্যাঙ্কেও তল্লাশি অভিযান চালায় সিবিআই। কিন্তু কিছুদিন আগেই সেই ব্যাঙ্কে আগুন লাগার ঘটনা ঘটে। সিবিআই এখানে দু’বার হানাও দিয়েছিল তথ্যের খোঁজে। এখানে অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার এফডি, একাধিক নথিও ছিল।