শুধু বিজ্ঞাপন-জলখাবারেই বরাদ্দ ১ কোটির ওপর! রাজ্যে মেলার খরচে চক্ষুচড়কগাছ

শুধু বিজ্ঞাপন-জলখাবারেই বরাদ্দ ১ কোটির ওপর! রাজ্যে মেলার খরচে চক্ষুচড়কগাছ

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবারই উল্লেখ করেছেন যে রাজ্যের কাছে টাকা নেই। তবুও বাজেটে অনেক প্রকল্পে বড় অঙ্কের টাকা বরাদ্দ করতে দেখা গিয়েছে। সেই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি সহ বাকি বিরোধী দলগুলি। কিন্তু তাতে কিছুই বদলায়নি। তবে এবার যে বরাদ্দের তথ্য সামনে এল তাতে চক্ষুচড়কগাছ হবে প্রায় প্রত্যেকের। রাজ্যে মেলার খরচ শুনলে বিশ্বাস হবে না। তবে তথ্য পুরোটাই স্পষ্ট করে দিচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এমনটাই জানাচ্ছে।

আরও পড়ুন- বিধানসভার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ মমতা, দিলেন এফআইআর-এর নির্দেশ

২৫ মার্চ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে ক্রেতা সুরক্ষা দফতরের মেলা। এই মেলা যেহেতু চলছে তাই সেই মেলার খরচ অবশ্যই দেখাতে হচ্ছে। আর সেই তথ্য সামনে আসতেই চোখ কপালে সকলের। দেখা গিয়েছে, শুধু চা-জলখাবারে ১২ লক্ষ টাকা খরচ হয়েছে। পাশাপাশি সংবাদপত্রে বিজ্ঞাপন খরচ হয়েছে ৭৫ লক্ষ টাকা, টিভিতে বিজ্ঞাপনের জন্য ৮ লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকার ওপর খরচ করেছে রাজ্য সরকার। একটি মেলার পিছনে এত কেন খরচ হবে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে। যদিও ক্রেতা সুরক্ষা মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, যারা এত বছর ধরে মেলা করছেন তারাই বলতে পারবেন। তবে এত মানুষ আসেন, বাইরের জেলা, রাজ্য থেকে, তাই তাদের চা-জলখাবারে খরচ হবেই।  

সম্প্রতি বাজেটে খরচে লাগাম টানার কথা বলেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।  কিন্তু তারপরেও এই মেলার খরচ দেখে অবাক হতে হচ্ছে সবাইকে। উল্লেখ্য, এই মেলা তিনদিনের। এইটুকু সময়ে এত বেশি খরচ সত্যিই অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। বাজেটে কি কাটছাঁট করা যায় না? যেখানে রাজ্য অনেক পেনশন আটকে যাওয়ার অভিযোগ উঠছে, যেখানে অনেক রাজ্য নিজে বলছে যে তাদের কাছে অর্থ নেই, সেখানে একটি মেলার পিছনে এত খরচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =