গাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা, কংগ্রেস জানে কোন সততার টাকা! খোঁচা কুণালের

গাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা, কংগ্রেস জানে কোন সততার টাকা! খোঁচা কুণালের

কলকাতা: আবার বিপুল পরিমাণ টাকা উদ্ধার। হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডগামী গাড়ি থেকে উদ্ধার বাণ্ডিল বাণ্ডিল টাকা৷ আটক ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। টাকা গোনার জন্য আনা হচ্ছে মেশিন। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত এবং ইরফান আনসারীর গাড়ি আটকায় পুলিশ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ অন্যদিকে, কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, ইডি কি ব্যক্তি বিশেষে তৎপর? 

আরও পড়ুন- অর্পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ কোটি! অন্তত তিনটি অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করল ইডি

এ প্রসঙ্গ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘প্রাথমিক ভাবে এই খবর মিলেছে৷ পুলিশ অনুসন্ধান চালাচ্ছে৷ ফলে এখনই বিস্তারিত এই বিষয়ে বলা সম্ভব নয়৷’’ এর পরেই কংগ্রেসকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘‘অধীর রঞ্জন চৌধুরী এবং কংগ্রেসের নেতারা এ বিষয়ে বলতে পারবেন৷ তাঁদের দলের বিধায়কদের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে৷ উনি বলতে পারবেন কার বা কাদের টাকা, কোন সততার টাকা, কোথায় যাচ্ছিল, কেন এত নগদ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বিধায়করা? বাকিটা পুলিশ তদন্ত করবে৷’’

কংগ্রেসকে বিঁধে কুণাল আরও বলেন, ওঁরা বলুক কেন ওঁদের সৎ বিধায়করা টাকা নিয়ে ঘুরছিলেন৷ আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি৷ রাজ্যে কোথাও কোনও খারাপ ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তৃণমূল কড়া মনোভাব নিচ্ছে৷ মুখ্যমন্ত্রী, দল কড়া অবস্থান নিচ্ছে৷ সেখানে দাঁড়িয়ে আকন্ঠ দুর্নীতিতে ডোবা কংগ্রেস, বিজেপি, সিপিএম কুৎসা করছে৷ তৃণমূল মুখপাত্রের কথায়, এ রাজ্যে বিষমদে ৯ জনের মৃত্যু নিয়ে বিপ্লব হচ্ছে৷ কিন্তু, দেখা গেল মোদীর রাজ্যে ৩০ জন মারা গিয়েছে৷ তখন সবাই চুপ৷ এবার কংগ্রেস নিশ্চয় এর জবাব দেবে৷