অর্পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ কোটি! অন্তত তিনটি অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করল ইডি

অর্পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ কোটি! অন্তত তিনটি অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করল ইডি

কলকাতা: আরও টাকার হদিশ৷ ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের তিনটি ব্যঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকেরা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ওই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত ২ কোটি টাকা আছে। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ‘ফ্রিজ’ করার প্রক্রিয়া শুরু করেছে ইডি।

আরও পড়ুন- ফের উদ্ধার টাকা, গাড়িতে ছড়ানো বান্ডিল বান্ডিল নোট, গ্রেফতার তিন বিধায়ক

গত শুক্রবার পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে ২২ কোটি টাকা উদ্ধার করে পুলিশ৷ এদিকে ২৭ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়৷ ওই দিনই গ্রেফতার করা হয় অর্পিতাকে। এর পর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে বুধবার রাতে প্রায় ২৮ কোটি টাকা উদ্ধার করা হয়৷ সঙ্গে সোনা-রুপোর বাট, কয়েন ও গয়না। এ বার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অর্থেরও সন্ধান পেল ইডি। এক আধিকারিক জানান, অর্পিতার ওই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। সব ক’টি অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় ২ কোটি টাকা রয়েছে। তাঁর কথায়, ‘‘ওই অ্যাকাউন্টগুলি থেকে বহু লেনদেন করা হয়েছে বলে আমাদের সন্দেহ। গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে।’’

ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি একাধিক ভুয়ো সংস্থাও তৈরি করার অভিযোগ উঠেছে অর্পিতার বিরুদ্ধে। আপাতত ইডি আধিকারিকেরা ওই সব অ্যাকাউন্টগুলি থেকে কত লেনদেন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷