কীভাবে ‘হারিয়ে গেল’ স্কুলবাস? শুধুই কি শিশুদের ভুল

কীভাবে ‘হারিয়ে গেল’ স্কুলবাস? শুধুই কি শিশুদের ভুল

fa2c24a365a929b74fa5749b7b029389

কলকাতা: দীর্ঘ করোনা ভীতি কাটিয়ে আজই প্রথম খুলেছিল সল্টলেকের মহিষবাথানের শিক্ষা নিকেতন স্কুল৷ কিন্তু স্কুল খোলার প্রথম দিনেই বড় বিপত্তি হয়। আচমকাই ‘নিখোঁজ’ হয়ে যায় তিন-তিনটি স্কুল বাস! নির্দিষ্ট সময়ে স্কুল ছুটি হওয়ার পর স্কুল বাসে করে বাচ্চারা বেরিয়ে তো গিয়েছিল কিন্তু দুপুর ৩টে বেজে গেলেও বাড়ি ফেরেনি কেউ। অভিভাবকরা কার্যত পাগল হয়ে গিয়েছিল সন্তানদের কথা ভেবে। স্কুলে গিয়ে বিক্ষোভ দেখায় তারা। পরে অবশেষে প্রায় ৩ ঘণ্টা পর বাস সহ শিশুরা উদ্ধার হয়। তবে এই ঘটনার আসল কারণ কী?

আরও পড়ুন- ক্যান্সার আক্রান্ত স্ত্রী ও দুই অসহায় ছেলেকে ছেড়ে পালাল বাবা

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই খুদে পড়ুয়ার ভুলেই এমন ঘটনা ঘটেছে। তারা নিউটাউনগামী একটি স্কুলবাসে উঠে পড়েছিল দুটি শিশু। অথচ, তাদের নিউটাউনে বাড়িও নয়। তাদের খুঁজতে গিয়েই বিপত্তি। আবার চালকদের দাবি ছিল, তারা পথ ভুলে অন্য রুটে চলে গিয়েছিলেন৷ তবে প্রশ্ন উঠেছে, যে সত্যি কি বাচ্চাদের ভুলেই এই ঘটনা, নাকি এর পিছনে আছে অন্য কিছু। ইতিমধ্যে স্কুলে তদন্তে গিয়েছে সিআইডি। পুরো ঘটনা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিভাবকেরা৷ পুলিশ জানিয়েছে, ওই দুই বাসের চালক ও কনডাক্টরকে জেরা করে ঘটনার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানা হচ্ছে৷ প্রশ্ন উঠছে, একজন চালকের পথ কী ভাবে ভুল হয়? তাছাড়া একসঙ্গে দুটি বাসই কিভাবে ভুল পথে গেল, সে নিয়েও প্রশ্ন উঠেছে৷

আসলে নির্দিষ্ট সময়ের পরও বাচ্চারা বাড়ি না ফেরায় অভিভাবকেরা স্কুলে হাজির হন৷ তাঁদের মুখ থেকে বিষয়টি শুনে হতভম্ব হয়ে যায় স্কুল কর্তৃপক্ষও৷ এরপরই শুরু হয় প্রবল বিক্ষোভ৷ এই ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর নিখোঁজ পড়ুয়া-সহ ৩টি বাসের সন্ধান পাওয়া যায়৷ অভিভাবকরা জানাচ্ছেন, স্কুল কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া উচিত। যাতে ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। স্কুল কর্তৃপক্ষও এই ব্যাপারটি থেকে শিক্ষা নিয়ে পদক্ষেও করবে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *