কলকাতা: গার্ডেনরিচে হানা দিয়ে ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)৷ জানা গিয়েছে, মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে লোক ঠকাতেন আমির৷ কিন্তু কী ভাবে, কোন পথে এই কাজ করতেন তিনি? ইডি জানাচ্ছে, লোক ঠকাতে আমির যে মোবাইল গেমিং অ্যাপটি বানিয়েছিলেন, তার নাম ‘ই-নাগেটস’। এই অ্যাপের মাধ্যমেই সুকৌশলে চলত তাঁর প্রতারণার কারবার৷
আরও পড়ুন- বাগুইআটি খুনের মোটিভ নিয়ে উঠছে নানা প্রশ্ন, নেপথ্যে কি সম্পর্ক জনিত কারণ?
শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে ইডি-র তরফে জানানো হয়েছে, মোবাইলে যাঁরা এই গেম খেলতেন, প্রাথমিকভাবে তাঁদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হত। পেতেন লোভনীয় কমিশন৷ সেই ফাঁদেই পা দিতেন বহু ইউজার৷ এই অ্যাপটির প্রতি ঝোঁক বাড়তে থাকে সাধারণ মানুষের৷ গেম খেলার পর ওয়ালেটে যে টাকা জমত, তা খুব সহজে বিনা বাধায় তুলেও নিতে পারতেন গ্রাহকরা। যা এই খেলার প্রতি আরও বেশি আকৃষ্ট করত নেটাগরিকদের।
ইডি জানাচ্ছ, যাঁরা কম টাকা বিনিয়োগ করে কমিশন বাবদ মোটা অঙ্ক ওয়ালেটে ভরতে পারতেন, তাঁদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যেত। আমিরের দেওয়া ‘টোপ’ সহজেই গিলে ফেলতেন তাঁরা। আরও বেশি কমিশনের আশায় তাঁরা মোটা টাকা বিনিয়োগ করতে শুরু করতেন৷ তেমনটা হলেই টার্গেট পূরণ। জনগণের কাছ থেকে মোটা টাকা আদায় করে নেওয়ার পর হঠাৎ করেই ওই অ্যাপ থেকে টাকা তোলার সুযোগ বন্ধ করে দেওয়া হত৷ শুধু তা-ই নয়, অ্যাপ থেকে সমস্ত তথ্য, প্রোফাইলের খুঁটিনাটিও অতি দ্রুত মুছে দেওয়া হত৷ ব্যবহারকারী যখন বুঝতে পারতেন তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
জানা গিয়েছে এই কাজে নকল অ্যাকাউন্ট ব্যবহার করতেন আমির৷ যা পরে অকেজো করে দেওয়া হয়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>