কলকাতা: ২০১৪ সালের চাকরি প্রার্থীদের জমায়েত ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার রাস্তা। সেই দিনই এক মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে এক চাকরিপ্রার্থীকে কামড়ানোর অভিযোগ ওঠে। চাকরিপ্রার্থী অরুণিমা পালের হাতে কামড়ের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার সাউথ এই ঘটনার তদন্ত করছেন। তবে চাকরিপ্রার্থীর হাতের কামড় কি মানুষের? প্রশ্ন জবাব দিল হাসপাতাল।
আরও পড়ুন: অবদান উপেক্ষা করা হয়েছে! অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি: রাজনাথ
চাকরিপ্রার্থী অরুণিমা পালের হাতের কামড় মানুষেরই, এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। চিকিৎসক নাকি জানিয়েছেন, মানুষের কামড়ের ফলেই ওই চাকরিপ্রার্থীর হাতে আঘাত লেগেছে। এই রিপোর্ট পাওয়ার পরেই ওই পুলিশকর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন অরুণিমা বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল বিধায়ক অজিত মাইতি প্রশ্ন করেছেন, ‘‘পুলিশকে কামড়ালে কি পুলিশ রসগোল্লা খাওয়াবে?’’ যদিও অন্য কথা বলেছেন, ”তৃণমূল সাংসদ সৌগত রায়ের। তিনি বলেন, ‘পুলিশ কনস্টেবলও বলছে তাঁকে কামড়ে দিয়েছে। তবে কারোরও কামড়ানো উচিত নয়।”
এদিকে আক্রান্ত মহিলা চাকরিপ্রার্থী অরুণিমা পাল পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অজিতের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা কটাক্ষ করে বলেন, ‘‘এমন কথার জবাব দিতে রুচিতে বাধে।’’ তৃণমূল নেতার ওই মন্তব্যে নিন্দায় সরব বিজেপিও।